সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
দিনাজপুর প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২১, ২০:৪০:১২ | অনলাইন সংস্করণ
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় পিকআপভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে নজরুল ইসলাম (৫০) ও সাখাওয়াত হোসেন (২৪) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত দু’জন একই মোটরসাইকেলের যাত্রী। সোমবার দুপুর পৌনে ২টায় উপজেলার বোয়াদাড়ের নওনাপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার মকছেদপুর বানিয়ালপাড়া গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে এবং সাখাওয়াত হোসেন একই গ্রামের সেকেন্দার আলীর ছেলে।
হাকিমপুর থানার ওসি তদন্ত মোস্তাফিজুর রহমান জানান, সোমবার দুপুরে হাকিমপুর উপজেলার হিলি থেকে মোটরসাইকেলযোগে বদরগঞ্জে যাওয়ার সময় বোয়ালদাড় নওনাপাড়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। পরে লাশ দুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের হাতে হস্তান্তর করা হবে বলে জানান মোস্তাফিজুর রহমান।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় পিকআপভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে নজরুল ইসলাম (৫০) ও সাখাওয়াত হোসেন (২৪) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত দু’জন একই মোটরসাইকেলের যাত্রী। সোমবার দুপুর পৌনে ২টায় উপজেলার বোয়াদাড়ের নওনাপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার মকছেদপুর বানিয়ালপাড়া গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে এবং সাখাওয়াত হোসেন একই গ্রামের সেকেন্দার আলীর ছেলে।
হাকিমপুর থানার ওসি তদন্ত মোস্তাফিজুর রহমান জানান, সোমবার দুপুরে হাকিমপুর উপজেলার হিলি থেকে মোটরসাইকেলযোগে বদরগঞ্জে যাওয়ার সময় বোয়ালদাড় নওনাপাড়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। পরে লাশ দুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের হাতে হস্তান্তর করা হবে বলে জানান মোস্তাফিজুর রহমান।