ভাঙ্গায় ট্রাকচাপায় প্রাণ গেল দুই স্কুলছাত্রের
ফরিদপুর ব্যুরো
২৫ জানুয়ারি ২০২১, ২১:৫৩:৪৩ | অনলাইন সংস্করণ
ফরিদপুরের ভাঙ্গায় ট্রাকচাপায় দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ফরিদপুর অংশের ভাঙ্গা উপজেলার হামেরদী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পুর্বসদরদী গ্রামের আবুল খায়ের ফকিরের ছেলে নবম শ্রেণির ছাত্র সাকিল ফকির (১৫) ও হামেরদী ইউনিয়নের নাজিরপুর গ্রামের সানোয়ার মাতুব্বরের ছেলে অষ্টম শ্রেণির ছাত্র শাহীন মাতুব্বর (১৪)। নিহত দুইজনই বিলদীয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক জানান, বিলদীয়া উচ্চ বিদ্যালয়ের দুই ছাত্র পুখুরিয়া হতে মোটরসাইকেলযোগে ভাঙ্গা বাজারে যাচ্ছিল। হামেরদী মোড়ে এসে একটি বাসকে ওভারটেক করতে গিয়ে সামনে থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই ছাত্র মারা যায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। ঘাতক ট্রাক ও চালককে আটকের চেষ্টা চলছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ভাঙ্গায় ট্রাকচাপায় প্রাণ গেল দুই স্কুলছাত্রের
ফরিদপুরের ভাঙ্গায় ট্রাকচাপায় দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ফরিদপুর অংশের ভাঙ্গা উপজেলার হামেরদী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পুর্বসদরদী গ্রামের আবুল খায়ের ফকিরের ছেলে নবম শ্রেণির ছাত্র সাকিল ফকির (১৫) ও হামেরদী ইউনিয়নের নাজিরপুর গ্রামের সানোয়ার মাতুব্বরের ছেলে অষ্টম শ্রেণির ছাত্র শাহীন মাতুব্বর (১৪)। নিহত দুইজনই বিলদীয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক জানান, বিলদীয়া উচ্চ বিদ্যালয়ের দুই ছাত্র পুখুরিয়া হতে মোটরসাইকেলযোগে ভাঙ্গা বাজারে যাচ্ছিল। হামেরদী মোড়ে এসে একটি বাসকে ওভারটেক করতে গিয়ে সামনে থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই ছাত্র মারা যায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। ঘাতক ট্রাক ও চালককে আটকের চেষ্টা চলছে।