রায়পুরে শীতবস্ত্র দিল পুলিশ
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২১, ২২:২৩:৩৪ | অনলাইন সংস্করণ
লক্ষ্মীপুরের রায়পুরে ৯৩ গ্রামপুলিশকে শীতবস্ত্র (জ্যাকেট) দিয়েছে থানা পুলিশ। সোমবার দুপুরে থানা ভবন চত্বরে জনপ্রতি একটি করে শীতবস্ত্র দেয়া হয়েছে।
এ সময় গ্রামপুলিশদের উদ্দেশে বিভিন্ন আইন সম্পর্কে, তাদের করণীয় ও কর্তব্য পালনে বক্তব্য রাখেন- সহকারী পুলিশ সুপার (রায়পুর ও রামগঞ্জ সার্কেল) স্পীনা রানী প্রামাণিক, ওসি আবদুল জলিল, ওসি (তদন্ত) শিপন বড়ুয়া, এসআই অসীম চন্দ্র সুত্রধর প্রমুখ।
গ্রামপুলিশ দফাদার আবদুল মান্নান বলেন, এই শীতের মধ্যে রাত জেগে ডাকাতি, চুরি, ছিনতাইসহ নানা অপরাধ দমনে গ্রাম পাহারা দেয়া খুব কষ্টকর। মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়ি। এতে পরিবার ও প্রশাসনও চিন্তিত থাকে। জ্যাকেটটি পেয়ে আমরা যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারব ইনশাআল্লাহ।
রায়পুর থানার ওসি আবদুল জলিল বলেন, কনকনে এই শীতে গ্রামপুলিশদের দায়িত্ব পালন করা কষ্টকর। তারা যেন মানুষের নিরাপত্তায় গ্রাম পাহারায় আরো বেশি সচেষ্ট হন, সেই জন্য তাদের ৯৩ জনকে জ্যাকেট দেয়া হয়েছে। আইনশৃঙ্খলা উন্নতির লক্ষ্যে তারাও আমাদের সাথে ভূমিকা রাখেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
রায়পুরে শীতবস্ত্র দিল পুলিশ
লক্ষ্মীপুরের রায়পুরে ৯৩ গ্রামপুলিশকে শীতবস্ত্র (জ্যাকেট) দিয়েছে থানা পুলিশ। সোমবার দুপুরে থানা ভবন চত্বরে জনপ্রতি একটি করে শীতবস্ত্র দেয়া হয়েছে।
এ সময় গ্রামপুলিশদের উদ্দেশে বিভিন্ন আইন সম্পর্কে, তাদের করণীয় ও কর্তব্য পালনে বক্তব্য রাখেন- সহকারী পুলিশ সুপার (রায়পুর ও রামগঞ্জ সার্কেল) স্পীনা রানী প্রামাণিক, ওসি আবদুল জলিল, ওসি (তদন্ত) শিপন বড়ুয়া, এসআই অসীম চন্দ্র সুত্রধর প্রমুখ।
গ্রামপুলিশ দফাদার আবদুল মান্নান বলেন, এই শীতের মধ্যে রাত জেগে ডাকাতি, চুরি, ছিনতাইসহ নানা অপরাধ দমনে গ্রাম পাহারা দেয়া খুব কষ্টকর। মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়ি। এতে পরিবার ও প্রশাসনও চিন্তিত থাকে। জ্যাকেটটি পেয়ে আমরা যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারব ইনশাআল্লাহ।
রায়পুর থানার ওসি আবদুল জলিল বলেন, কনকনে এই শীতে গ্রামপুলিশদের দায়িত্ব পালন করা কষ্টকর। তারা যেন মানুষের নিরাপত্তায় গ্রাম পাহারায় আরো বেশি সচেষ্ট হন, সেই জন্য তাদের ৯৩ জনকে জ্যাকেট দেয়া হয়েছে। আইনশৃঙ্খলা উন্নতির লক্ষ্যে তারাও আমাদের সাথে ভূমিকা রাখেন।