অর্থনৈতিক জোনে কংক্রিটের ভাঙা টুকরো বুকে লেগে যুবক নিহত
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২১, ২৩:৩৩:১২ | অনলাইন সংস্করণ
বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে কংক্রিট ভাঙার সময় একটি টুকরো বুকে এসে লেগে মো. শাহীন (৩২) নামে সেখানে কর্মরত এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে নির্মাণাধীন বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজের কারখানায় এ ঘটনা ঘটে। নিহত শাহীন গাইবান্ধা জেলার সাঘাটা থানার মান্দুরা শেখ বাড়ির মৃত মনছুর আহমেদের ছেলে।
শাহীনের মামাশ্বশুর ও একই কারখানার শ্রমিক মো. হৃদয় বলেন, সোমবার দুপুরে পাইলিংয়ের কংক্রিট ভাঙার কাজ করছিল শাহীন। এ সময় হঠাৎ জমানো কংক্রিটের বড় একটি খণ্ড তার বুকে এসে আঘাত করে। এতে শাহীন মাটিতে পড়ে যায়। আমরা সিএনজি অটোরিকশাযোগে মীরসরাই মাতৃকা হাসপাতালে আনার সময় পথে তার মৃত্যু হয়।
জোরারগঞ্জ থানার এসআই নিবাস কুমার ভট্টাচার্জ্য জানান, লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
অর্থনৈতিক জোনে কংক্রিটের ভাঙা টুকরো বুকে লেগে যুবক নিহত
বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে কংক্রিট ভাঙার সময় একটি টুকরো বুকে এসে লেগে মো. শাহীন (৩২) নামে সেখানে কর্মরত এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে নির্মাণাধীন বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজের কারখানায় এ ঘটনা ঘটে। নিহত শাহীন গাইবান্ধা জেলার সাঘাটা থানার মান্দুরা শেখ বাড়ির মৃত মনছুর আহমেদের ছেলে।
শাহীনের মামাশ্বশুর ও একই কারখানার শ্রমিক মো. হৃদয় বলেন, সোমবার দুপুরে পাইলিংয়ের কংক্রিট ভাঙার কাজ করছিল শাহীন। এ সময় হঠাৎ জমানো কংক্রিটের বড় একটি খণ্ড তার বুকে এসে আঘাত করে। এতে শাহীন মাটিতে পড়ে যায়। আমরা সিএনজি অটোরিকশাযোগে মীরসরাই মাতৃকা হাসপাতালে আনার সময় পথে তার মৃত্যু হয়।
জোরারগঞ্জ থানার এসআই নিবাস কুমার ভট্টাচার্জ্য জানান, লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।