চসিক নির্বাচন: মাঠে থাকছেন ১৫ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য
চট্টগ্রাম ব্যুরো
২৬ জানুয়ারি ২০২১, ১৩:২৪:৪৯ | অনলাইন সংস্করণ
চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে নগরীর মাঠে থাকছে র্যা ব, পুলিশ, আনসার ও বিজিবির ১৫ হাজার সদস্য।
মঙ্গলবার সকালে চসিকের রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান জানান, আগামীকাল বুধবার চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট চলবে। এ কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে নগরীর মাঠে থাকছে র্যা ব, পুলিশ, আনসার ও বিজিবির ১৫ হাজার সদস্য।
আগামীকাল ভোটকেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা থাকবে। ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারবেন।
এর আগে সোমবার সন্ধ্যা থেকেই নগরীর বিভিন্ন স্থানে খোলা ট্রাকে করে সশস্ত্র বিজিবি সদস্যরা টহল দিয়েছেন।
মূলত আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর ও বিদ্রোহী প্রার্থীদের দ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। ভোটের দিন কেন্দ্রের সুষ্ঠু পরিবেশ নিয়ে শঙ্কায় আছেন ভোটার ও প্রার্থীরা বলে জানা গেছে।
চসিক নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বী ৭ জন। কাউন্সিলর প্রার্থী ২২৫ জন। এবার ভোটার ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
চসিক নির্বাচন: মাঠে থাকছেন ১৫ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য
চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে নগরীর মাঠে থাকছে র্যা ব, পুলিশ, আনসার ও বিজিবির ১৫ হাজার সদস্য।
মঙ্গলবার সকালে চসিকের রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান জানান, আগামীকাল বুধবার চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট চলবে। এ কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে নগরীর মাঠে থাকছে র্যা ব, পুলিশ, আনসার ও বিজিবির ১৫ হাজার সদস্য।
আগামীকাল ভোটকেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা থাকবে। ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারবেন।
এর আগে সোমবার সন্ধ্যা থেকেই নগরীর বিভিন্ন স্থানে খোলা ট্রাকে করে সশস্ত্র বিজিবি সদস্যরা টহল দিয়েছেন।
মূলত আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর ও বিদ্রোহী প্রার্থীদের দ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। ভোটের দিন কেন্দ্রের সুষ্ঠু পরিবেশ নিয়ে শঙ্কায় আছেন ভোটার ও প্রার্থীরা বলে জানা গেছে।
চসিক নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বী ৭ জন। কাউন্সিলর প্রার্থী ২২৫ জন। এবার ভোটার ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন।