বড়াইগ্রামে বাসচাপায় ব্যবসায়ী নিহত
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২১, ১৪:৩১:৩৭ | অনলাইন সংস্করণ
নাটোরের বড়াইগ্রাম উপজেলার রাজাপুর এলাকায় বাসের চাকায় পিষ্ট হয়ে সোলায়মান আলী (৪০) নামে এক ক্ষুদ্র ব্যবসায়ী নিহত হয়েছেন।
সোমবার রাত ৮টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের রাজাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোলায়মান বড়াইগ্রাম উপজেলার গোপালপুর ইউনিয়নের অর্জুনপুর গ্রামের মৃত শাহজাহান আলী মোল্লার ছেলে।
জানা যায়, সোমবার রাতে সোলায়মান আলী মুলাডুলি বাজার থেকে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। এ সময় রাজশাহী থেকে পাবনাগামী মাছরাঙা পরিবহন (ঢাকা মেট্রো ব-১৫-০৬৯৬) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কটির রঙ সাইডে গিয়ে তাকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পাকশী হাইওয়ে থানার ওসি মনির হোসেন জানান, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। যাত্রীবাহী বাসটি আটক করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বড়াইগ্রামে বাসচাপায় ব্যবসায়ী নিহত
নাটোরের বড়াইগ্রাম উপজেলার রাজাপুর এলাকায় বাসের চাকায় পিষ্ট হয়ে সোলায়মান আলী (৪০) নামে এক ক্ষুদ্র ব্যবসায়ী নিহত হয়েছেন।
সোমবার রাত ৮টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের রাজাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোলায়মান বড়াইগ্রাম উপজেলার গোপালপুর ইউনিয়নের অর্জুনপুর গ্রামের মৃত শাহজাহান আলী মোল্লার ছেলে।
জানা যায়, সোমবার রাতে সোলায়মান আলী মুলাডুলি বাজার থেকে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। এ সময় রাজশাহী থেকে পাবনাগামী মাছরাঙা পরিবহন (ঢাকা মেট্রো ব-১৫-০৬৯৬) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কটির রঙ সাইডে গিয়ে তাকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পাকশী হাইওয়ে থানার ওসি মনির হোসেন জানান, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। যাত্রীবাহী বাসটি আটক করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।