পটুয়াখালী প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক
পটুয়াখালী প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২১, ১৫:০৭:১৯ | অনলাইন সংস্করণ
মনোজ্ঞ সাংস্কৃতিক, স্মৃতিচারণ ও কুইজ প্রতিযোগিতাসহ নানা আয়োজনে অনুষ্ঠিত হলো পটুয়াখালী প্রেসক্লাবের কার্যকরী পরিষদ-২০২১ কমিটির অভিষেক।
সোমবার দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের উদ্যোগে কুয়াকাটার খান প্যালেস হোটেল মিলনায়তনে এ জমকালো অভিষেক অনুষ্ঠান হয়।
প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি স্বপন ব্যানার্জির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নতুন কমিটিকে শপথবাক্য পাঠ করান বরিশাল বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব ড. অমিতাভ সরকার।
প্রধান অতিথির বক্তৃতায় বরিশাল বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার বলেন, সারা দেশসহ গোটা দক্ষিণাঞ্চলে যে উন্নয়নের স্রোত বইছে, তাতে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম।
গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার কারণেই অবহেলিত এ জনপদ সাগরকন্যা কুয়াকাটা পর্যটন নগরী হিসেবে বিশ্বে পরিচিতি পেয়েছে। তাই এই সরকারের সফলতার অংশীদার গণমাধ্যমকর্মীরাও।
এ সময় পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজল বরণ দাসের উপস্থাপনায় নবনির্বাচিত সাধারণ সম্পাদক জালাল আহমেদের সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালীর জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী, পটুয়াখালী সুপার মোহাম্মদ মইনুল হাসান, পটুয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. খলিলুর রহমান, বাউফল পৌরসভার মেয়র মো. জিয়াউল হক জুয়েল, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কুয়াকাটা পৌরসভার মেয়র মো. আনোয়ার হাওলাদার, পটুয়াখালী প্রেসক্লাবের দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা ও পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতী, কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবুল হাসনাত মো. শহীদুল্লাহ ও পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি এবং সদ্য কুয়াকাটা পৌরসভার সাবেক মেয়র আব্দুল বারেক মোল্লা প্রমুখ।
অভিষেক অনুষ্ঠানে পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক নির্মল কুমার রক্ষিত পটুয়াখালীর ইতিহাস-ঐতিহ্য তুলে ধরেন। এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন পটুয়াখালী প্রেসক্লাবের সদ্য সাবেক কাজী সামসুর রহমান ইকবাল, মো. জাকির হোসেন, গোলাম কিবরিয়া।
অনুষ্ঠানে পটুয়াখালী প্রেসক্লাবের সব গণমাধ্যমকর্মী ও নানা অঙ্গসঙ্গঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এর আগে অনুষ্ঠানের প্রথম প্রহরে কুইজ প্রতিযোগিতায় সাংবাদিকদের মধ্যে পুরস্কার বিরতণ করেন পটুয়াখালী পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. গোলাম সরোয়ার।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পটুয়াখালী প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক
মনোজ্ঞ সাংস্কৃতিক, স্মৃতিচারণ ও কুইজ প্রতিযোগিতাসহ নানা আয়োজনে অনুষ্ঠিত হলো পটুয়াখালী প্রেসক্লাবের কার্যকরী পরিষদ-২০২১ কমিটির অভিষেক।
সোমবার দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের উদ্যোগে কুয়াকাটার খান প্যালেস হোটেল মিলনায়তনে এ জমকালো অভিষেক অনুষ্ঠান হয়।
প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি স্বপন ব্যানার্জির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নতুন কমিটিকে শপথবাক্য পাঠ করান বরিশাল বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব ড. অমিতাভ সরকার।
প্রধান অতিথির বক্তৃতায় বরিশাল বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার বলেন, সারা দেশসহ গোটা দক্ষিণাঞ্চলে যে উন্নয়নের স্রোত বইছে, তাতে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম।
গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার কারণেই অবহেলিত এ জনপদ সাগরকন্যা কুয়াকাটা পর্যটন নগরী হিসেবে বিশ্বে পরিচিতি পেয়েছে। তাই এই সরকারের সফলতার অংশীদার গণমাধ্যমকর্মীরাও।
এ সময় পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজল বরণ দাসের উপস্থাপনায় নবনির্বাচিত সাধারণ সম্পাদক জালাল আহমেদের সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালীর জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী, পটুয়াখালী সুপার মোহাম্মদ মইনুল হাসান, পটুয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. খলিলুর রহমান, বাউফল পৌরসভার মেয়র মো. জিয়াউল হক জুয়েল, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কুয়াকাটা পৌরসভার মেয়র মো. আনোয়ার হাওলাদার, পটুয়াখালী প্রেসক্লাবের দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা ও পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতী, কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবুল হাসনাত মো. শহীদুল্লাহ ও পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি এবং সদ্য কুয়াকাটা পৌরসভার সাবেক মেয়র আব্দুল বারেক মোল্লা প্রমুখ।
অভিষেক অনুষ্ঠানে পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক নির্মল কুমার রক্ষিত পটুয়াখালীর ইতিহাস-ঐতিহ্য তুলে ধরেন। এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন পটুয়াখালী প্রেসক্লাবের সদ্য সাবেক কাজী সামসুর রহমান ইকবাল, মো. জাকির হোসেন, গোলাম কিবরিয়া।
অনুষ্ঠানে পটুয়াখালী প্রেসক্লাবের সব গণমাধ্যমকর্মী ও নানা অঙ্গসঙ্গঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এর আগে অনুষ্ঠানের প্রথম প্রহরে কুইজ প্রতিযোগিতায় সাংবাদিকদের মধ্যে পুরস্কার বিরতণ করেন পটুয়াখালী পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. গোলাম সরোয়ার।