আখাউড়ায় ফাঁস দিয়ে ভারতীয় নাগরিকের আত্মহত্যা
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২১, ১৪:৪৯:৫৮ | অনলাইন সংস্করণ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সিদ্দিক বক্স (৮০) নামে এক ভারতীয় নাগরিক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বুধবার ভোরে উপজেলার মোগড়া ইউনিয়নের আওরারচর (আদমপুর) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সিদ্দিক ভারতের ত্রিপুরা রাজ্যের পশ্চিম ত্রিপুরার লংকামুড়ার সুরমালংকা গ্রামের বাসিন্দা ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে সিদ্দিক বক্সের স্ত্রী মারা যায়। এর পর থেকেই তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন।
গত তিন মাস আগে কসবা সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে সিদ্দিক বক্স বাংলাদেশে আসেন। একপর্যায়ে তিনি আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের আদমপুর গ্রামে তার ছেলের বাড়িতে আসেন এবং এখানেই বসবাস করতে থাকেন।
বুধবার ভোরে শয়নকক্ষে আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সিদ্দিক বক্স।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
আখাউড়া থানার এসআই নিতাই চন্দ্র দাস যুগান্তরকে জানান, বৃদ্ধের আত্মহত্যার কারণ অনুসন্ধান করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে– মানসিকভাবে অসুস্থতার কারণে তিনি আত্মহত্যা করেছেন।
আখাউড়া থানার ওসি রসুল আহমদ নিজামী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আখাউড়ায় ফাঁস দিয়ে ভারতীয় নাগরিকের আত্মহত্যা
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সিদ্দিক বক্স (৮০) নামে এক ভারতীয় নাগরিক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বুধবার ভোরে উপজেলার মোগড়া ইউনিয়নের আওরারচর (আদমপুর) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সিদ্দিক ভারতের ত্রিপুরা রাজ্যের পশ্চিম ত্রিপুরার লংকামুড়ার সুরমালংকা গ্রামের বাসিন্দা ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে সিদ্দিক বক্সের স্ত্রী মারা যায়। এর পর থেকেই তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন।
গত তিন মাস আগে কসবা সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে সিদ্দিক বক্স বাংলাদেশে আসেন। একপর্যায়ে তিনি আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের আদমপুর গ্রামে তার ছেলের বাড়িতে আসেন এবং এখানেই বসবাস করতে থাকেন।
বুধবার ভোরে শয়নকক্ষে আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সিদ্দিক বক্স।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
আখাউড়া থানার এসআই নিতাই চন্দ্র দাস যুগান্তরকে জানান, বৃদ্ধের আত্মহত্যার কারণ অনুসন্ধান করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে– মানসিকভাবে অসুস্থতার কারণে তিনি আত্মহত্যা করেছেন।
আখাউড়া থানার ওসি রসুল আহমদ নিজামী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।