সিএনজি ভাড়া নিয়ে ছিনতাই
দাগনভূঞা উপজেলার দুখমুখা বাজারের মীরেরপুল এলাকায় চালককে পিটিয়ে আহত করে সিএনজি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মঙ্গলবার রাতে গাড়ির মালিক আবদুল্লাহ আল বাকের বাচ্চু বাদী হয়ে দাগনভূঞা থানায় অভিযোগ দায়ের করেছেন। সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
থানায় অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় উপজেলার আতাতুর্ক হাইস্কুলের সামনে থেকে সিএনজি চালক আবদুল মোতালেব সবুজকে বসুরহাট যাওয়ার কথা বলে যাত্রীবেশী দুই ছিনতাইকারী গাড়িতে উঠে। পরে তারা বসুরহাট, কবিরহাট, দুধমুখা বাজারসহ বিভিন্ন এলাকায় ঘুরে উপজেলার ইয়াকুবপুর ইউপির মীরেরপুল এলাকায় সিএনজি ড্রাইভার আবদুল মোতালেব সবুজকে ধারলো অস্ত্র প্রর্দশন করে ভয় দেখিয়ে ও মারধর করে সিএনজি গাড়িটি ছিনতাই করে নিয়ে যায়। ছামি পরিবহন নামক গাড়িটির মালিক আবদুল্লাহ আল বাকের বাচ্চু উপজেলার জায়লস্কর ইউনিয়নের ধর্মপুর গ্রামের বাসিন্দা।
দাগনভূঞা থানার ওসি ইমতিয়াজ আহমদ সিএনজি ছিনতাইয়ের অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, সিএনজি উদ্ধার অভিযান চলছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সিএনজি ভাড়া নিয়ে ছিনতাই
দাগনভূঞা উপজেলার দুখমুখা বাজারের মীরেরপুল এলাকায় চালককে পিটিয়ে আহত করে সিএনজি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মঙ্গলবার রাতে গাড়ির মালিক আবদুল্লাহ আল বাকের বাচ্চু বাদী হয়ে দাগনভূঞা থানায় অভিযোগ দায়ের করেছেন। সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
থানায় অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় উপজেলার আতাতুর্ক হাইস্কুলের সামনে থেকে সিএনজি চালক আবদুল মোতালেব সবুজকে বসুরহাট যাওয়ার কথা বলে যাত্রীবেশী দুই ছিনতাইকারী গাড়িতে উঠে। পরে তারা বসুরহাট, কবিরহাট, দুধমুখা বাজারসহ বিভিন্ন এলাকায় ঘুরে উপজেলার ইয়াকুবপুর ইউপির মীরেরপুল এলাকায় সিএনজি ড্রাইভার আবদুল মোতালেব সবুজকে ধারলো অস্ত্র প্রর্দশন করে ভয় দেখিয়ে ও মারধর করে সিএনজি গাড়িটি ছিনতাই করে নিয়ে যায়। ছামি পরিবহন নামক গাড়িটির মালিক আবদুল্লাহ আল বাকের বাচ্চু উপজেলার জায়লস্কর ইউনিয়নের ধর্মপুর গ্রামের বাসিন্দা।
দাগনভূঞা থানার ওসি ইমতিয়াজ আহমদ সিএনজি ছিনতাইয়ের অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, সিএনজি উদ্ধার অভিযান চলছে।