দিনাজপুরে এসএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ
দিনাজপুর প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২১, ২০:২৪:৩৯ | অনলাইন সংস্করণ
২০২১ সালের এসএসসি পরিক্ষার সিলেবাস আরও কমানো অথবা পরীক্ষা না নিয়ে বিকল্প পদ্ধতিতে মূল্যায়নের দাবিসহ ৪ দফা দাবিতে দিনাজপুরের ফুলবাড়ীতে চোখে কালো কাপড় বেঁধে মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে এসএসসি পরীক্ষার্থীরা।
বুধবার দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষার্থীরা বেলা ১১টায় এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে শিক্ষার্থীরা জানায়, জীবনের ঝুঁকি নিয়ে এসএসসি পরীক্ষা নয়, নামমাত্র সংক্ষিপ্ত সিলেবাস মানি না মানবো না, অতি শীঘ্রই বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন চাই, সেশন জট নিয়ে পরীক্ষা চাই না।
মানববন্ধন শেষে সেখানে তারা ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে সেখানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সমশের আলী মণ্ডল ও ফুলবাড়ী থানার অফিসার্স ইনচার্জ ফখরুল ইসলাম এসে শিক্ষার্থীদের শান্ত করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সমশের আলী মণ্ডল তাদের দাবির বিষয়ে লিখিত আকারে পেশ করার কথা বলেন এবং বিষয়টি ওপর মহলে জানানো হবে বলে আশ্বস্ত করেন। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবরোধ চলাকালে সড়কের দুইপাশে শত শত যানবাহন আটকা পড়ে।
এরপর শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে দাবি সংবলিত একটি লিখিত স্মারকলিপি পেশ করে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
দিনাজপুরে এসএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ
২০২১ সালের এসএসসি পরিক্ষার সিলেবাস আরও কমানো অথবা পরীক্ষা না নিয়ে বিকল্প পদ্ধতিতে মূল্যায়নের দাবিসহ ৪ দফা দাবিতে দিনাজপুরের ফুলবাড়ীতে চোখে কালো কাপড় বেঁধে মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে এসএসসি পরীক্ষার্থীরা।
বুধবার দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষার্থীরা বেলা ১১টায় এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে শিক্ষার্থীরা জানায়, জীবনের ঝুঁকি নিয়ে এসএসসি পরীক্ষা নয়, নামমাত্র সংক্ষিপ্ত সিলেবাস মানি না মানবো না, অতি শীঘ্রই বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন চাই, সেশন জট নিয়ে পরীক্ষা চাই না।
মানববন্ধন শেষে সেখানে তারা ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে সেখানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সমশের আলী মণ্ডল ও ফুলবাড়ী থানার অফিসার্স ইনচার্জ ফখরুল ইসলাম এসে শিক্ষার্থীদের শান্ত করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সমশের আলী মণ্ডল তাদের দাবির বিষয়ে লিখিত আকারে পেশ করার কথা বলেন এবং বিষয়টি ওপর মহলে জানানো হবে বলে আশ্বস্ত করেন। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবরোধ চলাকালে সড়কের দুইপাশে শত শত যানবাহন আটকা পড়ে।
এরপর শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে দাবি সংবলিত একটি লিখিত স্মারকলিপি পেশ করে।