দিনাজপুর কারাগারে আসামির মৃত্যু
দিনাজপুর জেলা কারাগারে মাদক মামলার আসামি হেলাল উদ্দীন (৪৮) নামে এক হাজতির মৃত্যু ঘটেছে।
হেলাল উদ্দীন দিনাজপুরের বিরল উপজেলার বিষ্ণুপুর গ্রামের শুকরু মিয়ার ছেলে। গত ১৫ জানুয়ারি মাদক মামলায় গ্রেফতার হয়ে হাজতবাস করছিলেন তিনি।
দিনাজপুর জেলা কারাগারের জেলার ফরিদুর রহমান রুবেল জানান, বুধবার ভোরে হঠাৎ বুকে ব্যথা অনুভব করে শরীরে ঘাম ঝরছিল তার। এরপর দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়। তিনি জানান, হৃদরোগে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মোজাফ্ফর হোসেন জানান, কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে ওই হাজতির। লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তিনি বলেন, ময়নাতদন্তের ভিত্তিতেই মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
দিনাজপুর কারাগারে আসামির মৃত্যু
দিনাজপুর জেলা কারাগারে মাদক মামলার আসামি হেলাল উদ্দীন (৪৮) নামে এক হাজতির মৃত্যু ঘটেছে।
হেলাল উদ্দীন দিনাজপুরের বিরল উপজেলার বিষ্ণুপুর গ্রামের শুকরু মিয়ার ছেলে। গত ১৫ জানুয়ারি মাদক মামলায় গ্রেফতার হয়ে হাজতবাস করছিলেন তিনি।
দিনাজপুর জেলা কারাগারের জেলার ফরিদুর রহমান রুবেল জানান, বুধবার ভোরে হঠাৎ বুকে ব্যথা অনুভব করে শরীরে ঘাম ঝরছিল তার। এরপর দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়। তিনি জানান, হৃদরোগে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মোজাফ্ফর হোসেন জানান, কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে ওই হাজতির। লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তিনি বলেন, ময়নাতদন্তের ভিত্তিতেই মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।