পৌরসভার স্টোরে মিলল ২০ বস্তা সরকারি চাল
যুগান্তর প্রতিবেদন, ভোলা ও লালমোহন প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০২১, ১৫:০২:২৬ | অনলাইন সংস্করণ
ভোলার লালমোহন পৌরসভার স্টোররুম থেকে ২০ বস্তা জেলে পুনর্বাসনের সরকারি চাল জব্দ করেছেন উপজেলা নির্বাহী অফিসার।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ওই চাল জব্দ করা হয়।
লালমোহন উপজেলার নির্বাহী অফিসার মো. আল নোমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন পৌরসভার স্টোর রুমে অভিযান চালিয়ে সরকারি জেলে পুনর্বাসনের ৩০ কেজির ২০ চাল উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, পৌর কর্তৃপক্ষ দাবি করেছে– ওই চাল বিতরণের সময় ২০ জেলে না আসায় তাদের চাল স্টোররুমে পড়ে রয়েছে। তবে আমরা বিষয়টি তদন্তের জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছি। তারা আগামী তিন কার্যদিবসের মধ্যে রিপোর্ট জমা দেবেন। তদন্ত শেষে আমরা জানতে পারব, এ চালের মূল রহস্য।
এ ঘটনায় লালমোহন পৌর মেয়র এমদাদুল ইসলাম তুহিনের কাছে জানতে ফোন করলে তিনি ফোন রিসিভ করেননি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পৌরসভার স্টোরে মিলল ২০ বস্তা সরকারি চাল
ভোলার লালমোহন পৌরসভার স্টোররুম থেকে ২০ বস্তা জেলে পুনর্বাসনের সরকারি চাল জব্দ করেছেন উপজেলা নির্বাহী অফিসার।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ওই চাল জব্দ করা হয়।
লালমোহন উপজেলার নির্বাহী অফিসার মো. আল নোমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন পৌরসভার স্টোর রুমে অভিযান চালিয়ে সরকারি জেলে পুনর্বাসনের ৩০ কেজির ২০ চাল উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, পৌর কর্তৃপক্ষ দাবি করেছে– ওই চাল বিতরণের সময় ২০ জেলে না আসায় তাদের চাল স্টোররুমে পড়ে রয়েছে। তবে আমরা বিষয়টি তদন্তের জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছি। তারা আগামী তিন কার্যদিবসের মধ্যে রিপোর্ট জমা দেবেন। তদন্ত শেষে আমরা জানতে পারব, এ চালের মূল রহস্য।
এ ঘটনায় লালমোহন পৌর মেয়র এমদাদুল ইসলাম তুহিনের কাছে জানতে ফোন করলে তিনি ফোন রিসিভ করেননি।