এবার ঢাকায় সংবাদ সম্মেলন করবেন আবদুল কাদের মির্জা
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০২১, ১৭:০৮:০৪ | অনলাইন সংস্করণ
নোয়াখালীর অন্যায়, অনিয়ম, টেন্ডারবাজি, চাকরি বাণিজ্য ও অপরাজনীতির বিরুদ্ধে এবার ঢাকায় সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন নোয়াখালীর বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আবদুল কাদের মির্জা।
আগামী মঙ্গলবার বিকাল ৩টায় জাতীয় প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বসুরহাট পৌরসভার প্যাডে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত মাসাধিককাল থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোটভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা নোয়াখালীর অপরাজনীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ দলের অভ্যন্তরীণ নানা অনিয়ম নিয়ে মন্তব্য করে সারা দেশে ব্যাপক আলোচনায় আসেন। সেসব দাবি আদায়ের লক্ষ্যে তার পূর্বের ঘোষণা মতো এবার ঢাকায় সংবাদ সম্মেলনের ডাক দিলেন তিনি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এবার ঢাকায় সংবাদ সম্মেলন করবেন আবদুল কাদের মির্জা
নোয়াখালীর অন্যায়, অনিয়ম, টেন্ডারবাজি, চাকরি বাণিজ্য ও অপরাজনীতির বিরুদ্ধে এবার ঢাকায় সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন নোয়াখালীর বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আবদুল কাদের মির্জা।
আগামী মঙ্গলবার বিকাল ৩টায় জাতীয় প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বসুরহাট পৌরসভার প্যাডে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত মাসাধিককাল থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোটভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা নোয়াখালীর অপরাজনীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ দলের অভ্যন্তরীণ নানা অনিয়ম নিয়ে মন্তব্য করে সারা দেশে ব্যাপক আলোচনায় আসেন। সেসব দাবি আদায়ের লক্ষ্যে তার পূর্বের ঘোষণা মতো এবার ঢাকায় সংবাদ সম্মেলনের ডাক দিলেন তিনি।