Logo
Logo
×

সারাদেশ

নারিকেল গাছ দিয়ে নৌকাকে হারিয়ে দিলেন বিদ্রোহী প্রার্থী 

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২১, ০৪:০৯ পিএম

নারিকেল গাছ দিয়ে নৌকাকে হারিয়ে দিলেন বিদ্রোহী প্রার্থী 

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) নারিকেল গাছ প্রতীকের মো. মুকিতুর রহমান রাফী ১১ হাজার ১৪৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। 

তার নিকটতম প্রার্থী বিএনপির মো. ফারুক আহম্মেদ ভোট পেয়েছেন ৫ হাজার ৪৯৪টি।  অপরদিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খন্দকার মো. জাহাঙ্গীর আলম পেয়েছেন ৫ হাজার ৩৯টি।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডের ১৫টি কেন্দ্রে ভোটগ্রহণ শনিবার বিপুল-উৎসাহ উদ্দীপনায় শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। সকাল থেকেই প্রতিটি কেন্দ্রে বিপুলসংখ্যক নারী-পুরুষ ভোটারের উপস্থিতি পরিলক্ষিত হয়। সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত। 

এ পৌরসভায় মোট ভোটার ২৯ হাজার ৯৭৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ৬৬৪ জন এবং মহিলা ভোটার ১৫ হাজার ৩০৫ জন। ১৫টি ভোট কেন্দ্রে ৯২ বুথে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। 

গোবিন্দগঞ্জ থানায় সংরক্ষিত ব্যালট পেপার শনিবার ভোট গ্রহণের আগে সকাল সাড়ে ৬টায় প্রিসাইডিং অফিসারদের বুঝিয়ে দিয়ে স্ট্রাইকিং ফোর্সের কঠোর নিরাপত্তায় স্ব স্ব কেন্দ্রে পৌঁছে দেয়া হয়।

নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিযুক্ত করা হয়। এছাড়াও পুলিশ ও র্যাবের স্ট্রাইকিং ফোর্স ও ৯টি মোবাইল কোর্ট দায়িত্ব পালন করেন। এছাড়াও নির্বাচনী এলাকায় ২ প্লাটুন বিজিবি সার্বক্ষণিক টহল দেয়।

গোবিন্দগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি, আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ও একজন স্বতন্ত্র নারী প্রার্থীসহ মোট ৫ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১২ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৩৭ জনসহ মোট ৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। 

গাইবান্ধা নির্বাচন মেয়র মো. মুকিতুর রহমান রাফী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম