সিলেটে আফরোজ হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
সিলেট ব্যুরো ও ওসমানীনগর প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৫৮:৩৪ | অনলাইন সংস্করণ
সিলেটের ওসমানীনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাঞ্চল্যকর আফরোজ আলী হত্যা মামলায় মইনুদ্দিন মঞ্জু নামে এক ব্যক্তির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে সিলেটের অতিরিক্ত জেলা দায়রা জজ ১ম আদালতের বিচারক রবিউল ইসলাম এই আদেশ দেন। ফাঁসির আসামি মইনুদ্দিন (মঞ্জু) সিলেটের ওসমানীনগর থানাধীন হুসন নমকী গ্রামের মৃত সৈয়দ মাহতাব উদ্দিনের ছেলে।
যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেটের অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মাহফুজুর রহমান।
তিনি বলেন, ওসমানীনগর থানাধীন খাসদিওর মীরপাড়ার চাঞ্চল্যকর আফরোজ আলী হত্যার দায়ে আদালত হত্যা মামলার একমাত্র আসামি মইনুদ্দিন মঞ্জুকে ফাঁসির আদেশ দিয়েছেন।
আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ১১ মে ওসমানীনগর থানাধীন খাসদিওর মীরপাড়ার আফরোজ আলীকে সকাল সাড়ে ৮টার দিকে ডেকে নিয়ে যায়। কথা বলার এক পর্যায়ে ঘাতক মইনুদ্দিন মঞ্জু তার সঙ্গে থাকা ছোরা দিয়ে আফরোজ আলীর কোমর ও পরে বুকে ছুরিকাঘাত করে হত্যা করে।
এসময় তার চিৎকার শুনে পরিবারসহ এলাকার স্থানীয় ব্যক্তিরা এগিয়ে আসলে মঞ্জু পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের ছেলে রায়হান উদ্দিন বাদী হয়ে মইনুদ্দিন মঞ্জুকে একমাত্র আসামি করে হত্যা মামলা (নং-১৭) দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা দীর্ঘ তদন্ত শেষে মইনুদ্দিন মঞ্জুকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সিলেটে আফরোজ হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
সিলেটের ওসমানীনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাঞ্চল্যকর আফরোজ আলী হত্যা মামলায় মইনুদ্দিন মঞ্জু নামে এক ব্যক্তির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে সিলেটের অতিরিক্ত জেলা দায়রা জজ ১ম আদালতের বিচারক রবিউল ইসলাম এই আদেশ দেন। ফাঁসির আসামি মইনুদ্দিন (মঞ্জু) সিলেটের ওসমানীনগর থানাধীন হুসন নমকী গ্রামের মৃত সৈয়দ মাহতাব উদ্দিনের ছেলে।
যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেটের অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মাহফুজুর রহমান।
তিনি বলেন, ওসমানীনগর থানাধীন খাসদিওর মীরপাড়ার চাঞ্চল্যকর আফরোজ আলী হত্যার দায়ে আদালত হত্যা মামলার একমাত্র আসামি মইনুদ্দিন মঞ্জুকে ফাঁসির আদেশ দিয়েছেন।
আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ১১ মে ওসমানীনগর থানাধীন খাসদিওর মীরপাড়ার আফরোজ আলীকে সকাল সাড়ে ৮টার দিকে ডেকে নিয়ে যায়। কথা বলার এক পর্যায়ে ঘাতক মইনুদ্দিন মঞ্জু তার সঙ্গে থাকা ছোরা দিয়ে আফরোজ আলীর কোমর ও পরে বুকে ছুরিকাঘাত করে হত্যা করে।
এসময় তার চিৎকার শুনে পরিবারসহ এলাকার স্থানীয় ব্যক্তিরা এগিয়ে আসলে মঞ্জু পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের ছেলে রায়হান উদ্দিন বাদী হয়ে মইনুদ্দিন মঞ্জুকে একমাত্র আসামি করে হত্যা মামলা (নং-১৭) দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা দীর্ঘ তদন্ত শেষে মইনুদ্দিন মঞ্জুকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।