ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলে থাকা ৩ জনের মধ্যে নিহত ২
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০২১, ২৩:০৩:২৫ | অনলাইন সংস্করণ
মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ সেতু সংলগ্ন এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের সার্ভিস লেনে ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত ও একজন আহত হয়েছেন। আহতকে স্থানীয় পাঁচ্চর রয়েল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের লাশ উদ্ধার করেছে। হতাহত তিনজন একটি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন বলে জানা গেছে।
পুলিশ জানায়, সোমবার সন্ধ্যা ৭টার দিক শিবচরের আড়িয়াল খাঁ সেতু সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কের সার্ভিস লেনের গুপ্তেরচরকান্দি এলাকায় একটি ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আমির ভাঙ্গি (২২) নিহত হন।
স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় আয়নাল ভাঙ্গি (৪৫) ও আরেক মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে স্থানীয় পাঁচ্চর রয়েল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আহত আয়নাল ভাঙ্গিকে মৃত ঘোষণা করেন। অপর আহত মোটরসাইকেল আরোহীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত আমির ভাঙ্গি ফরিদপুরের সদরপুর উপজেলার চরমানাইর গ্রামের সামচু ভাঙ্গির ছেলে ও আয়নাল ভাঙ্গি একই এলাকার খালেক ভাঙ্গির ছেলে বলে পুলিশ জানায়।
হাইওয়ে থানার ওসি সোরহাব হোসেন বলেন, ট্রাকের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলে এক মোটরসাইকেল আরোহী ও হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়। লাশ উদ্ধার করা হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলে থাকা ৩ জনের মধ্যে নিহত ২
মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ সেতু সংলগ্ন এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের সার্ভিস লেনে ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত ও একজন আহত হয়েছেন। আহতকে স্থানীয় পাঁচ্চর রয়েল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের লাশ উদ্ধার করেছে। হতাহত তিনজন একটি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন বলে জানা গেছে।
পুলিশ জানায়, সোমবার সন্ধ্যা ৭টার দিক শিবচরের আড়িয়াল খাঁ সেতু সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কের সার্ভিস লেনের গুপ্তেরচরকান্দি এলাকায় একটি ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আমির ভাঙ্গি (২২) নিহত হন।
স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় আয়নাল ভাঙ্গি (৪৫) ও আরেক মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে স্থানীয় পাঁচ্চর রয়েল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আহত আয়নাল ভাঙ্গিকে মৃত ঘোষণা করেন। অপর আহত মোটরসাইকেল আরোহীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত আমির ভাঙ্গি ফরিদপুরের সদরপুর উপজেলার চরমানাইর গ্রামের সামচু ভাঙ্গির ছেলে ও আয়নাল ভাঙ্গি একই এলাকার খালেক ভাঙ্গির ছেলে বলে পুলিশ জানায়।
হাইওয়ে থানার ওসি সোরহাব হোসেন বলেন, ট্রাকের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলে এক মোটরসাইকেল আরোহী ও হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়। লাশ উদ্ধার করা হয়েছে।