বিদেশে পালানোর সময় মেঘনার মহিউদ্দিন হত্যার আসামি গ্রেফতার
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৫৪:১৬ | অনলাইন সংস্করণ
কুমিল্লার মেঘনার মহিউদ্দিন হত্যা মামলার ৩ নম্বর আসামি মো. হৃদয় মিয়া (২২) বিদেশে পালানোর সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার হয়েছেন।
হত্যা মামলাটির তদন্ত কর্মকর্তা মেঘনা থানার এসআই মো. নাজির হোসেন শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আসামি হৃদয় বিদেশে পালানোর প্রস্তুতি নিলে গত ১৬ নভেম্বর তাকে গ্রেফতারের জন্য পুলিশের বিশেষ শাখাকে (ইমিগ্রেশন) অবহিত করা হয়। এর প্রায় তিন মাস পর গত শুক্রবার বিকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হন এ আসামি।
পরে মেঘনা থানায় খবর দিলে এসআই নাজির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে মেঘনা নিয়ে যান।
উল্লেখ্য, গত বছরের ১২ নভেম্বর মেঘনার শিবনগর গ্রামে সালিশে পিটিয়ে হত্যা করা হয় ওষুধ ব্যবসায়ী গোলাম মহিউদ্দিনকে। নিহতের তিন সন্তানের সবাই প্রতিবন্ধী।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বিদেশে পালানোর সময় মেঘনার মহিউদ্দিন হত্যার আসামি গ্রেফতার
কুমিল্লার মেঘনার মহিউদ্দিন হত্যা মামলার ৩ নম্বর আসামি মো. হৃদয় মিয়া (২২) বিদেশে পালানোর সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার হয়েছেন।
হত্যা মামলাটির তদন্ত কর্মকর্তা মেঘনা থানার এসআই মো. নাজির হোসেন শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আসামি হৃদয় বিদেশে পালানোর প্রস্তুতি নিলে গত ১৬ নভেম্বর তাকে গ্রেফতারের জন্য পুলিশের বিশেষ শাখাকে (ইমিগ্রেশন) অবহিত করা হয়। এর প্রায় তিন মাস পর গত শুক্রবার বিকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হন এ আসামি।
পরে মেঘনা থানায় খবর দিলে এসআই নাজির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে মেঘনা নিয়ে যান।
উল্লেখ্য, গত বছরের ১২ নভেম্বর মেঘনার শিবনগর গ্রামে সালিশে পিটিয়ে হত্যা করা হয় ওষুধ ব্যবসায়ী গোলাম মহিউদ্দিনকে। নিহতের তিন সন্তানের সবাই প্রতিবন্ধী।