মাধবপুরে দুশতাধিক ফলের গাছ লাগালেন বৃক্ষপ্রেমী ওসি
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০২১, ১৫:১৫:৩২ | অনলাইন সংস্করণ
মাধবপুরে বিদায়বেলায় বিভিন্ন প্রজাতির ফলের গাছ লাগিয়ে গেলেন বৃক্ষপ্রেমী ওসি মো. ইকবাল হোসেন।
মাধবপুর থানায় প্রায় ১৫ মাস ওসির দায়িত্ব পালন করেন মো. ইকবাল হোসেন, সম্প্রতি তার বদলির আদেশ আসে। কর্মস্থল ত্যাগ করার আগমুহূর্তে রোববার বিকালে তেলিয়াপাড়া (হরেষপুর) নবনির্মিত পুলিশ ফাঁড়ির সৌন্দর্যবর্ধন ও দৃষ্টিনন্দন করতে ব্যক্তি উদ্যোগে উন্নত জাতের আম ও পেয়ারাসহ বিভিন্ন প্রজাতির ফলের চারা রোপণ করে যান।
মাধবপুর থানার বিদায়ী ওসি মো. ইকবাল হোসেন বলেন, ফাঁড়ি ভবন নির্মাণ করতে রাত-দিন পরিশ্রম করেছি। বিদায়বেলায় ফাঁড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য ব্যক্তি উদ্যোগে ফলজ গাছ লাগিয়েছি।
তিনি যেখানে যান একটা স্মৃতি রেখে যাওয়ার চেষ্টা করেন। ছোটবেলা থেকেই গাছ লাগানো তার পছন্দ। কারণ গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে।
তাই তিনি পুলিশ ফাঁড়ির সামনে ফলজ গাছ লাগিয়েছেন। ওই এলাকার বাসিন্দা সাংবাদিক আইয়ুব খান বলেন, ওসি মো. ইকবাল হোসেনের এ মহতি কাজগুলো স্মরণীয় ও দৃষ্টান্ত হয়ে থাকবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
মাধবপুরে দুশতাধিক ফলের গাছ লাগালেন বৃক্ষপ্রেমী ওসি
মাধবপুরে বিদায়বেলায় বিভিন্ন প্রজাতির ফলের গাছ লাগিয়ে গেলেন বৃক্ষপ্রেমী ওসি মো. ইকবাল হোসেন।
মাধবপুর থানায় প্রায় ১৫ মাস ওসির দায়িত্ব পালন করেন মো. ইকবাল হোসেন, সম্প্রতি তার বদলির আদেশ আসে। কর্মস্থল ত্যাগ করার আগমুহূর্তে রোববার বিকালে তেলিয়াপাড়া (হরেষপুর) নবনির্মিত পুলিশ ফাঁড়ির সৌন্দর্যবর্ধন ও দৃষ্টিনন্দন করতে ব্যক্তি উদ্যোগে উন্নত জাতের আম ও পেয়ারাসহ বিভিন্ন প্রজাতির ফলের চারা রোপণ করে যান।
মাধবপুর থানার বিদায়ী ওসি মো. ইকবাল হোসেন বলেন, ফাঁড়ি ভবন নির্মাণ করতে রাত-দিন পরিশ্রম করেছি। বিদায়বেলায় ফাঁড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য ব্যক্তি উদ্যোগে ফলজ গাছ লাগিয়েছি।
তিনি যেখানে যান একটা স্মৃতি রেখে যাওয়ার চেষ্টা করেন। ছোটবেলা থেকেই গাছ লাগানো তার পছন্দ। কারণ গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে।
তাই তিনি পুলিশ ফাঁড়ির সামনে ফলজ গাছ লাগিয়েছেন। ওই এলাকার বাসিন্দা সাংবাদিক আইয়ুব খান বলেন, ওসি মো. ইকবাল হোসেনের এ মহতি কাজগুলো স্মরণীয় ও দৃষ্টান্ত হয়ে থাকবে।