টেকনাফে ৮৯৫০০ ইয়াবাসহ নারী আটক
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০২১, ১২:৩৯:২৯ | অনলাইন সংস্করণ
কক্সবাজারের টেকনাফ উপজেলায় সাড়ে ৮৯ হাজার ৫০০ পিস ইয়াবাসহ এক নারীকে আটক করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার রাতে র্যাব ১৫-এর একটি দল টেকনাফ সদর ইউনিয়নের দরগাহছড়া এলাকায় একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক নারী ওই এলাকার শাহদাত হোসেনের স্ত্রী নুর সেতারা (২১)।
র্যাব ১৫-এর সহকারী পরিচালক মিডিয়া আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে দরগাহছড়া এলাকায় শাহদাতের বাড়িতে অভিযান চালায় র্যা ব।
একটি থলেসহ পালিয়ে যাওয়ার সময় ওই নারীকে আটক করা হয়। পরে থলের ভেতর থেকে ৮৯ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক নারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা স্বামী-স্ত্রী দীর্ঘদিন ধরে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিল।
মাদকসহ ওই নারীকে টেকনাফ থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
টেকনাফে ৮৯৫০০ ইয়াবাসহ নারী আটক
কক্সবাজারের টেকনাফ উপজেলায় সাড়ে ৮৯ হাজার ৫০০ পিস ইয়াবাসহ এক নারীকে আটক করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার রাতে র্যাব ১৫-এর একটি দল টেকনাফ সদর ইউনিয়নের দরগাহছড়া এলাকায় একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক নারী ওই এলাকার শাহদাত হোসেনের স্ত্রী নুর সেতারা (২১)।
র্যাব ১৫-এর সহকারী পরিচালক মিডিয়া আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে দরগাহছড়া এলাকায় শাহদাতের বাড়িতে অভিযান চালায় র্যা ব।
একটি থলেসহ পালিয়ে যাওয়ার সময় ওই নারীকে আটক করা হয়। পরে থলের ভেতর থেকে ৮৯ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক নারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা স্বামী-স্ত্রী দীর্ঘদিন ধরে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিল।
মাদকসহ ওই নারীকে টেকনাফ থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।