আশুগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতাকে হত্যাচেষ্টা মামলায় ৮ জনের সাজা
যুগান্তর প্রতিবেদন, ব্রাহ্মণবাড়িয়া
১৭ ফেব্রুয়ারি ২০২১, ২৩:৪৬:৩৯ | অনলাইন সংস্করণ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা মাহাবুব আলমকে হত্যাচেষ্টা মামলায় আটজনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত।
ব্রাহ্মণবাড়িয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ বুধবার দুপুরে এ রায় ঘোষণা করেন।
রায়ে আশুগঞ্জ উপজেলার খাড়াসার গ্রামের কাঞ্চন মিয়ার ছেলে রুস্তম আলী ও এলাই মিয়ার ছেলে জাকির হোসেন ইকবালকে চার বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
কাদির মিয়ার ছেলে সালাউদ্দিন অনিককে দুবছর কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেন আদালত।
এছাড়া কাঞ্চন মিয়ার আরেক ছেলে জহির মিয়া, হাসান মিয়া, সোহেল মিয়া, মৃত কিতাব আলীর ছেলে কাইয়ুম ও ধন মিয়ার ছেলে রুমান মিয়াকে এক বছর করে কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
রায় ঘোষণার সময় পলাতক জাকির হোসেন ইকবাল ছাড়া সব আসামি আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৭ জানুয়ারি আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে মাহাবুব আলমের ওপর হামলা করে গুরুতর আহত করে। পরে তাকে তাকে রক্তাক্ত অবস্থা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
বাদী পক্ষের আইনজীবী শরীফ হোসেন বলেন, আমরা এ রায়ে সন্তোষ প্রকাশ করছি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আশুগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতাকে হত্যাচেষ্টা মামলায় ৮ জনের সাজা
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা মাহাবুব আলমকে হত্যাচেষ্টা মামলায় আটজনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত।
ব্রাহ্মণবাড়িয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ বুধবার দুপুরে এ রায় ঘোষণা করেন।
রায়ে আশুগঞ্জ উপজেলার খাড়াসার গ্রামের কাঞ্চন মিয়ার ছেলে রুস্তম আলী ও এলাই মিয়ার ছেলে জাকির হোসেন ইকবালকে চার বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
কাদির মিয়ার ছেলে সালাউদ্দিন অনিককে দুবছর কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেন আদালত।
এছাড়া কাঞ্চন মিয়ার আরেক ছেলে জহির মিয়া, হাসান মিয়া, সোহেল মিয়া, মৃত কিতাব আলীর ছেলে কাইয়ুম ও ধন মিয়ার ছেলে রুমান মিয়াকে এক বছর করে কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
রায় ঘোষণার সময় পলাতক জাকির হোসেন ইকবাল ছাড়া সব আসামি আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৭ জানুয়ারি আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে মাহাবুব আলমের ওপর হামলা করে গুরুতর আহত করে। পরে তাকে তাকে রক্তাক্ত অবস্থা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
বাদী পক্ষের আইনজীবী শরীফ হোসেন বলেন, আমরা এ রায়ে সন্তোষ প্রকাশ করছি।