শ্বশুরবাড়ি বেড়াতে এসে কিশোরীকে ধর্ষণ
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২১, ২২:৩৭:১৭ | অনলাইন সংস্করণ
ময়মনসিংহের তারাকান্দায় এক কিশোরীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে পুলিশ মো. রুবেল মিয়া (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে। তাকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতার রুবেল সম্পর্কে ওই কিশোরীর খালু।
জানা যায়, ঈশ্বরগঞ্জ উপজেলার শিবপুর গ্রামের মৃত আজিম উদ্দিনের পুত্র রুবেল মিয়া প্রায় চার মাস পূর্বে তারাকান্দা উপজেলার হরিয়াতলা গ্রামের আব্দুল গনির মেয়ে মিরজানা বেগমকে বিয়ে করেন। পরে রুবেল মিয়া শ্বশুরালয়ে বেড়াতে আসেন। গত ২০ ডিসেম্বর তার স্ত্রীর বোনের মেয়ে (ভাগ্নি) মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে (১৩) সিএনজি অটোরিকশাযোগে অপহরণ করেন। ওই ছাত্রীকে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার নিউ হাজিগঞ্জ এলাকায় নিয়ে আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করেন রুবেল।
তারাকান্দা থানার ওসি আবুল খায়ের বলেন, এ ব্যাপারে মেয়ের বাবা বাদী হয়ে তারাকান্দা থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ রুবেল মিয়াকে বৃহস্পতিবার ভোরে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করে দুপুরে ময়মনসিংহ আদালতে পাঠিয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
শ্বশুরবাড়ি বেড়াতে এসে কিশোরীকে ধর্ষণ
ময়মনসিংহের তারাকান্দায় এক কিশোরীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে পুলিশ মো. রুবেল মিয়া (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে। তাকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতার রুবেল সম্পর্কে ওই কিশোরীর খালু।
জানা যায়, ঈশ্বরগঞ্জ উপজেলার শিবপুর গ্রামের মৃত আজিম উদ্দিনের পুত্র রুবেল মিয়া প্রায় চার মাস পূর্বে তারাকান্দা উপজেলার হরিয়াতলা গ্রামের আব্দুল গনির মেয়ে মিরজানা বেগমকে বিয়ে করেন। পরে রুবেল মিয়া শ্বশুরালয়ে বেড়াতে আসেন। গত ২০ ডিসেম্বর তার স্ত্রীর বোনের মেয়ে (ভাগ্নি) মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে (১৩) সিএনজি অটোরিকশাযোগে অপহরণ করেন। ওই ছাত্রীকে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার নিউ হাজিগঞ্জ এলাকায় নিয়ে আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করেন রুবেল।
তারাকান্দা থানার ওসি আবুল খায়ের বলেন, এ ব্যাপারে মেয়ের বাবা বাদী হয়ে তারাকান্দা থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ রুবেল মিয়াকে বৃহস্পতিবার ভোরে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করে দুপুরে ময়মনসিংহ আদালতে পাঠিয়েছে।