নিজ ঘরের বিছানায় প্রবাসীর ছেলের গলাকাটা লাশ
বগুড়া ব্যুরো
১৯ ফেব্রুয়ারি ২০২১, ২১:০০:৫৪ | অনলাইন সংস্করণ
বগুড়ার ধুনটে নিজ ঘর থেকে তৌহিদ সরকার (৫) নামে এক প্রবাসীর ছেলের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের বাড়ির শয়ন ঘরের বিছানায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ ওই বাড়ি থেকে রক্তমাথা একটি বঁটি উদ্ধার করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানান,ধুনট উপজেলার এলাঙ্গী ফকিরপাড়া গ্রামের আবদুল গফুর সরকার গত আড়াই বছর ধরে মালয়েশিয়ায় আছেন। স্ত্রী দুলালী খাতুন দুই ছেলে সজিব সরকার ও তৌহিদ সরকার, শ্বশুর-শাশুড়ি ও দেবরকে নিয়ে বাড়িতে থাকেন। শুক্রবার সকালে পরিবারের সবাই কাজের জন্য বাড়ির বাইরে জমিতে যান।
বেলা ১১টার দিকে দুলালী খাতুন বাড়িতে এসে ঘরের বিছানায় ছেলে তৌহিদের গলাকাটা নিথর দেহ পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক পিয়াস পারভেজ তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ধুনট থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এছাড়া বাড়ি থেকে হত্যায় ব্যবহৃত রক্তমাথা একটি বঁটি জব্দ করে।
দুলালী খাতুন জানান, শুক্রবার সকালে শাশুড়ির সঙ্গে বাড়ির কাছে জমিতে কাজ করছিলেন। তৌহিদ একাই ঘরে ঘুমাচ্ছিল। তিনি বাড়িতে ফিরে ছেলে তৌহিদের গলাকাটা লাশ দেখতে পান।
চাচা সোলায়মান সরকার জানান,তিনি গলাকাটা অবস্থায় ভাতিজা তৌহিদকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তারা কেউ এ হত্যাকাণ্ডের ব্যাপারে কিছুই বলতে পারেননি।
ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা জানান,তৌহিদ সরকারের বাবা গফুর সরকার মালয়েশিয়া প্রবাসী। ওসির ধারণা- পরকীয়ার জেরে শিশুটি নৃশংস হত্যার শিকার হতে পারে। এ ব্যাপারে তদন্ত চলছে। শিশুর মা ও অন্যদের জিজ্ঞাসাবাদ করা হবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
নিজ ঘরের বিছানায় প্রবাসীর ছেলের গলাকাটা লাশ
বগুড়ার ধুনটে নিজ ঘর থেকে তৌহিদ সরকার (৫) নামে এক প্রবাসীর ছেলের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের বাড়ির শয়ন ঘরের বিছানায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ ওই বাড়ি থেকে রক্তমাথা একটি বঁটি উদ্ধার করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানান,ধুনট উপজেলার এলাঙ্গী ফকিরপাড়া গ্রামের আবদুল গফুর সরকার গত আড়াই বছর ধরে মালয়েশিয়ায় আছেন। স্ত্রী দুলালী খাতুন দুই ছেলে সজিব সরকার ও তৌহিদ সরকার, শ্বশুর-শাশুড়ি ও দেবরকে নিয়ে বাড়িতে থাকেন। শুক্রবার সকালে পরিবারের সবাই কাজের জন্য বাড়ির বাইরে জমিতে যান।
বেলা ১১টার দিকে দুলালী খাতুন বাড়িতে এসে ঘরের বিছানায় ছেলে তৌহিদের গলাকাটা নিথর দেহ পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক পিয়াস পারভেজ তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ধুনট থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এছাড়া বাড়ি থেকে হত্যায় ব্যবহৃত রক্তমাথা একটি বঁটি জব্দ করে।
দুলালী খাতুন জানান, শুক্রবার সকালে শাশুড়ির সঙ্গে বাড়ির কাছে জমিতে কাজ করছিলেন। তৌহিদ একাই ঘরে ঘুমাচ্ছিল। তিনি বাড়িতে ফিরে ছেলে তৌহিদের গলাকাটা লাশ দেখতে পান।
চাচা সোলায়মান সরকার জানান,তিনি গলাকাটা অবস্থায় ভাতিজা তৌহিদকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তারা কেউ এ হত্যাকাণ্ডের ব্যাপারে কিছুই বলতে পারেননি।
ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা জানান,তৌহিদ সরকারের বাবা গফুর সরকার মালয়েশিয়া প্রবাসী। ওসির ধারণা- পরকীয়ার জেরে শিশুটি নৃশংস হত্যার শিকার হতে পারে। এ ব্যাপারে তদন্ত চলছে। শিশুর মা ও অন্যদের জিজ্ঞাসাবাদ করা হবে।