চাঁদা নিয়ে কাদের মির্জা আমেরিকায় বাড়ি-গাড়ি করেছেন
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতারা
নোয়াখালী প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০২১, ২১:২১:০৬ | অনলাইন সংস্করণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন আওয়ামী লীগ নেতারা। তারা বলেন, কাদের মির্জা জামায়াত-বিএনপির এজেন্ট হিসেবে কাজ করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করছেন। নিজেই অপরাজনীতিসহ নানা অনিয়ম করে বেড়াচ্ছেন। এমনকি চাঁদা নিয়ে কাদের মির্জা আমেরিকায় বাড়ি-গাড়ি করেছেন।
শুক্রবার বেলা ১১টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলের অঙ্গসংগঠনের ব্যানারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তোলা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নোয়াখালী শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু।
এছাড়া বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান নাছের, জেলা যুবলীগ আহ্বায়ক ইমন ভট্ট, যুগ্ম-আহ্বায়ক একরামুল হক বিপ্লব, জেলা ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান আরমান প্রমুখ।
এক প্রশ্নের জবাবে জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান একেএম শামছুউদ্দীন জেহান সাংবাদিকদের বলেন, আমেরিকায় প্রবাসীদের কাছ থেকে চাঁদা নিয়ে কাদের মির্জা আমেরিকায় বাড়ি-গাড়ি করেছেন। তিনি কোম্পানীগঞ্জের উন্নয়নমূলক সব কাজ নিয়ন্ত্রণ করেন। তিনি এখন জেলায় বিভিন্ন কাজের ভাগ বসাতে চান। তা না করতে পেরে তার গাত্রদাহ শুরু হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতারা
চাঁদা নিয়ে কাদের মির্জা আমেরিকায় বাড়ি-গাড়ি করেছেন
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন আওয়ামী লীগ নেতারা। তারা বলেন, কাদের মির্জা জামায়াত-বিএনপির এজেন্ট হিসেবে কাজ করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করছেন। নিজেই অপরাজনীতিসহ নানা অনিয়ম করে বেড়াচ্ছেন। এমনকি চাঁদা নিয়ে কাদের মির্জা আমেরিকায় বাড়ি-গাড়ি করেছেন।
শুক্রবার বেলা ১১টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলের অঙ্গসংগঠনের ব্যানারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তোলা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নোয়াখালী শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু।
এছাড়া বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান নাছের, জেলা যুবলীগ আহ্বায়ক ইমন ভট্ট, যুগ্ম-আহ্বায়ক একরামুল হক বিপ্লব, জেলা ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান আরমান প্রমুখ।
এক প্রশ্নের জবাবে জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান একেএম শামছুউদ্দীন জেহান সাংবাদিকদের বলেন, আমেরিকায় প্রবাসীদের কাছ থেকে চাঁদা নিয়ে কাদের মির্জা আমেরিকায় বাড়ি-গাড়ি করেছেন। তিনি কোম্পানীগঞ্জের উন্নয়নমূলক সব কাজ নিয়ন্ত্রণ করেন। তিনি এখন জেলায় বিভিন্ন কাজের ভাগ বসাতে চান। তা না করতে পেরে তার গাত্রদাহ শুরু হয়েছে।