একেএম শামসুজ্জোহার ৩৪তম মৃত্যুবার্ষিকী পালিত
নারায়ণগঞ্জ প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০২১, ২২:৪৪:০৯ | অনলাইন সংস্করণ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মহান স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক, ভাষাসৈনিক ও স্বাধীনতা পদকে (মরণোত্তর) ভূষিত প্রয়াত জননেতা একেএম শামসুজ্জোহার ৩৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
দিনটি উপলক্ষে মরহুমের পরিবার ও নারায়ণগঞ্জ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন দিনভর কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল পবিত্র কোরআন খানি, বিভিন্ন মসজিদে দোয়া ও মোনাজাত।
এছাড়াও পরিবারের পক্ষ থেকে বেলা ১১টায় বন্দরের মুছাপুরের সামসুজ্জোহা বিএম উচ্চ বিদ্যালয়ে এবং বাদ আসর নারায়ণগঞ্জ মাসদাইর কবরস্থান জামে মসজিদে মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বক্তব্য রাখেন একেএম শামীম ওসমান।
এতে অংশ নেন- মরহুমের ছেলে সেলিম ওসমান এমপি, জাতীয় পার্টির এমপি লিয়াকত হোসেন খোকা, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মহসিন মিয়াসহ নানা শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
একেএম শামসুজ্জোহার ৩৪তম মৃত্যুবার্ষিকী পালিত
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মহান স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক, ভাষাসৈনিক ও স্বাধীনতা পদকে (মরণোত্তর) ভূষিত প্রয়াত জননেতা একেএম শামসুজ্জোহার ৩৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
দিনটি উপলক্ষে মরহুমের পরিবার ও নারায়ণগঞ্জ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন দিনভর কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল পবিত্র কোরআন খানি, বিভিন্ন মসজিদে দোয়া ও মোনাজাত।
এছাড়াও পরিবারের পক্ষ থেকে বেলা ১১টায় বন্দরের মুছাপুরের সামসুজ্জোহা বিএম উচ্চ বিদ্যালয়ে এবং বাদ আসর নারায়ণগঞ্জ মাসদাইর কবরস্থান জামে মসজিদে মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বক্তব্য রাখেন একেএম শামীম ওসমান।
এতে অংশ নেন- মরহুমের ছেলে সেলিম ওসমান এমপি, জাতীয় পার্টির এমপি লিয়াকত হোসেন খোকা, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মহসিন মিয়াসহ নানা শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ।