মাধবপুর-চুনারুঘাট সার্কেলের নবাগত সিনিয়র এএসপি মহসীন
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০২১, ১২:৩০:০৭ | অনলাইন সংস্করণ
মাধবপুর-চুনারুঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মহসীন আল মুরাদ।
তিনি বলেন, থানার দরজা হবে সব সেবাগ্রহীতার জন্য উন্মুক্ত। কেউ যাতে হয়রানি না হয় এ ব্যাপারে কঠোর নজরদারি থাকবে।
মাদকসহ সব ধরনের অপরাধ নির্মূল হবে পুলিশের কাজ। মাদকের কারণে পারিবারিক ও সামাজিক অস্থিরতা ও অপরাধ বাড়ছে।
গ্রামে ও মাদক ছড়িয়ে পড়েছে। মাদকের সঙ্গে জড়িত কেউ ছাড় পাবে না। গত সোমবার রাতে মাধবপুর থানা মিলনায়তনে সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নাজিম উদ্দিনের বিদায় এবং তার বরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন মহসীন আল মুরাদ।
মাধবপুর থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এসআই ফজলে রাব্বির পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, চুনারুঘাট থানার ওসি আলী আশরাফ, মাধবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আমিনুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, ফারুখ পাঠান, আওয়ামী লীগ নেতা বেনু রঞ্জন রায়, ডা. হেলাল উদ্দিন, মিজানুর রহমান, প্যানেল মেয়র মোবারক হোসেন, প্রেসক্লাব সেক্রেটারি সাব্বির হাসান, এসআই শামসুল আরেফিন, মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রোকন উদ্দিন লস্কর, কৃষক লীগের আহ্বায়ক, জামাল উদ্দিন, ছাত্রলীগ সেক্রেটারি উজ্জল পাঠান প্রমুখ।
বিদায় ও বরণ সভায় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
মাধবপুর-চুনারুঘাট সার্কেলের নবাগত সিনিয়র এএসপি মহসীন
মাধবপুর-চুনারুঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মহসীন আল মুরাদ।
তিনি বলেন, থানার দরজা হবে সব সেবাগ্রহীতার জন্য উন্মুক্ত। কেউ যাতে হয়রানি না হয় এ ব্যাপারে কঠোর নজরদারি থাকবে।
মাদকসহ সব ধরনের অপরাধ নির্মূল হবে পুলিশের কাজ। মাদকের কারণে পারিবারিক ও সামাজিক অস্থিরতা ও অপরাধ বাড়ছে।
গ্রামে ও মাদক ছড়িয়ে পড়েছে। মাদকের সঙ্গে জড়িত কেউ ছাড় পাবে না। গত সোমবার রাতে মাধবপুর থানা মিলনায়তনে সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নাজিম উদ্দিনের বিদায় এবং তার বরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন মহসীন আল মুরাদ।
মাধবপুর থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এসআই ফজলে রাব্বির পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, চুনারুঘাট থানার ওসি আলী আশরাফ, মাধবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আমিনুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, ফারুখ পাঠান, আওয়ামী লীগ নেতা বেনু রঞ্জন রায়, ডা. হেলাল উদ্দিন, মিজানুর রহমান, প্যানেল মেয়র মোবারক হোসেন, প্রেসক্লাব সেক্রেটারি সাব্বির হাসান, এসআই শামসুল আরেফিন, মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রোকন উদ্দিন লস্কর, কৃষক লীগের আহ্বায়ক, জামাল উদ্দিন, ছাত্রলীগ সেক্রেটারি উজ্জল পাঠান প্রমুখ।
বিদায় ও বরণ সভায় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।