২৪ বাংলাদেশিকে ফিরিয়ে দিল মিয়ানমার
কক্সবাজার ও টেকনাফ প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০২১, ২২:৩৭:১৪ | অনলাইন সংস্করণ
অবৈধভাবে মিয়ানমারে প্রবেশের অভিযোগে আটকের পর কারাভোগ শেষে ২৪ বাংলাদেশিকে ফেরত দিয়েছে মিয়ানমার। মঙ্গলবার দুপুরে মিয়ানমারের মংডু শহরে দুই দেশের সীমান্তরক্ষী বিজিবি ও বিজিপির পতাকা বৈঠকের পর তাদের হস্তান্তর করা হয়।
পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে ৯ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল ফয়সাল হাসান খান। মিয়ানমারের ৭ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ৪নং বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চের কমান্ডিং অফিসার লে. কর্নেল জু লিং অন।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল ফয়সাল হাসান খান জানান, ২৪ জনই বিভিন্ন সময় অবৈধভাবে মিয়ানমারে প্রবেশের দায়ে আটক হয়ে সেখানে জেলে ছিল।
তিনি আরও জানান, ফেরত আসা ২৪ জনকে পুলিশের সহায়তায় টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সমন্বয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। কোয়ারেন্টিন শেষে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
২৪ বাংলাদেশিকে ফিরিয়ে দিল মিয়ানমার
অবৈধভাবে মিয়ানমারে প্রবেশের অভিযোগে আটকের পর কারাভোগ শেষে ২৪ বাংলাদেশিকে ফেরত দিয়েছে মিয়ানমার। মঙ্গলবার দুপুরে মিয়ানমারের মংডু শহরে দুই দেশের সীমান্তরক্ষী বিজিবি ও বিজিপির পতাকা বৈঠকের পর তাদের হস্তান্তর করা হয়।
পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে ৯ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল ফয়সাল হাসান খান। মিয়ানমারের ৭ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ৪নং বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চের কমান্ডিং অফিসার লে. কর্নেল জু লিং অন।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল ফয়সাল হাসান খান জানান, ২৪ জনই বিভিন্ন সময় অবৈধভাবে মিয়ানমারে প্রবেশের দায়ে আটক হয়ে সেখানে জেলে ছিল।
তিনি আরও জানান, ফেরত আসা ২৪ জনকে পুলিশের সহায়তায় টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সমন্বয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। কোয়ারেন্টিন শেষে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।