বিনা শুল্কে নিয়ে আসা ২৬ হাজার কেজি ভারতীয় কয়লা আটক
যুগান্তর প্রতিবেদন,তাহিরপুর
২৪ ফেব্রুয়ারি ২০২১, ০১:৪৯:৫৪ | অনলাইন সংস্করণ
বিনা শুল্কে সীমান্তের ওপার থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ২৬ হাজার কোটি ভারতীয় চোরাই কয়লা আটক করেছেন বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) বাংলাদেশ।
মঙ্গলবার রাতে ২৮-বর্ডার গার্ড ব্যাটলিয়ন বিজিবি সুনামগঞ্জের ভারপ্রাপ্ত অধিনায়ক (অতিরিক্ত পরিচালক) মেজবাহ উদ্দীন রাসেল যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি সূত্র জানায়, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়ছড়া স্থল শুল্ক স্টেশন এলাকাকে ব্যবহার করে একদল চোরাকারবারী দীর্ঘদিন ধরেই ভারত হতে চোরাচালানের মাধ্যমে বিনা শুল্কে কয়লার চালান এপারে নিয়ে আসছে। ভুয়া চালানপত্র ও মিনিপাসের মাধ্যমে দেশের বিভিন্ন ইটভাটায় এসব সরবরাহ করে আসছে তারা।
সীমান্তের বড়ছড়া শুল্ক স্টেশন এলাকায় চোরাচালানের মাধ্যমে বিনা শুল্কে নিয়ে আসা কয়েক শতাধিক বস্তাভর্তি একটি কয়লার চালান গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ব্যাটালিয়নের টেকেরঘাট বিওপির বিজিবি টহল দল আটক করেন।
ওই চালানে থাকা প্রায় সাড়ে তিন লাখ মুল্যের ২৬ হাজার কেজি চোরাই কয়লা জব্দ করে সুনামগঞ্জ কাস্টমসে জমা দেয়া হয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বিনা শুল্কে নিয়ে আসা ২৬ হাজার কেজি ভারতীয় কয়লা আটক
বিনা শুল্কে সীমান্তের ওপার থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ২৬ হাজার কোটি ভারতীয় চোরাই কয়লা আটক করেছেন বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) বাংলাদেশ।
মঙ্গলবার রাতে ২৮-বর্ডার গার্ড ব্যাটলিয়ন বিজিবি সুনামগঞ্জের ভারপ্রাপ্ত অধিনায়ক (অতিরিক্ত পরিচালক) মেজবাহ উদ্দীন রাসেল যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি সূত্র জানায়, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়ছড়া স্থল শুল্ক স্টেশন এলাকাকে ব্যবহার করে একদল চোরাকারবারী দীর্ঘদিন ধরেই ভারত হতে চোরাচালানের মাধ্যমে বিনা শুল্কে কয়লার চালান এপারে নিয়ে আসছে। ভুয়া চালানপত্র ও মিনিপাসের মাধ্যমে দেশের বিভিন্ন ইটভাটায় এসব সরবরাহ করে আসছে তারা।
সীমান্তের বড়ছড়া শুল্ক স্টেশন এলাকায় চোরাচালানের মাধ্যমে বিনা শুল্কে নিয়ে আসা কয়েক শতাধিক বস্তাভর্তি একটি কয়লার চালান গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ব্যাটালিয়নের টেকেরঘাট বিওপির বিজিবি টহল দল আটক করেন।
ওই চালানে থাকা প্রায় সাড়ে তিন লাখ মুল্যের ২৬ হাজার কেজি চোরাই কয়লা জব্দ করে সুনামগঞ্জ কাস্টমসে জমা দেয়া হয়।