হেলপারের চালানো ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৩০:১৫ | অনলাইন সংস্করণ
কিশোরগঞ্জের ভৈরবে হেলপারের চালানো ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মাঈনুল ইসলাম (৪৪) নামে মোটরসাইকেল আরোহী এক যুবকের। বুধবার সকালে উপজেলার নাটাল মোড় এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
মাঈনুল ইসলাম ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার মোনাউতা গ্রামের আমজাদ হোসেনের ছেলে। তিনি ভৈরবে একটি কোম্পানির ম্যানেজার পদে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, সকাল সোয়া ৯টার দিকে মাঈনুল মোটরসাইকেলে আশুগঞ্জের দিক যাচ্ছিলেন। অপরদিকে বিপরীতগামী একটি ট্রাক তার মোটরসাইকেলটি ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রাকের হেলপার রাতুলকে (১৮)আটক করে এবং লাশ থানায় নিয়ে যায়।
ভৈরব থানার ওসি মো. শাহিন জানান, ঘটনার সময় ট্রাকের হেলপার গাড়ি চালাচ্ছিলেন। তার কোনো ড্রাইভিং লাইসেন্স নেই। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ট্রাকসহ হেলপারকে আটক করেছে। নিহতের পরিবার থানায় মামলা করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
হেলপারের চালানো ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের
কিশোরগঞ্জের ভৈরবে হেলপারের চালানো ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মাঈনুল ইসলাম (৪৪) নামে মোটরসাইকেল আরোহী এক যুবকের। বুধবার সকালে উপজেলার নাটাল মোড় এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
মাঈনুল ইসলাম ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার মোনাউতা গ্রামের আমজাদ হোসেনের ছেলে। তিনি ভৈরবে একটি কোম্পানির ম্যানেজার পদে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, সকাল সোয়া ৯টার দিকে মাঈনুল মোটরসাইকেলে আশুগঞ্জের দিক যাচ্ছিলেন। অপরদিকে বিপরীতগামী একটি ট্রাক তার মোটরসাইকেলটি ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রাকের হেলপার রাতুলকে (১৮)আটক করে এবং লাশ থানায় নিয়ে যায়।
ভৈরব থানার ওসি মো. শাহিন জানান, ঘটনার সময় ট্রাকের হেলপার গাড়ি চালাচ্ছিলেন। তার কোনো ড্রাইভিং লাইসেন্স নেই। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ট্রাকসহ হেলপারকে আটক করেছে। নিহতের পরিবার থানায় মামলা করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।