'মানুষ উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে করোনার টিকা নিচ্ছে'
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২১, ২২:৫০:১৯ | অনলাইন সংস্করণ
সারা দেশের মানুষ উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে করোনার টিকা নিচ্ছে এবং টিকা নিয়ে মানুষের মধ্যে যে ভীতি ছিল তা এখন আর নেই বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
বুধবার দুপুরে নওগাঁর নিয়ামতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা সবাই মিলে করোনাকে মোকাবেলা করেছি। যেখানে অনেক বড় বড় দেশ এখনো টিকা নিয়ে আসতে পারেনি, সেখানে আমাদের প্রধানমন্ত্রী এ দেশের মানুষের জন্য সবার আগে টিকা নিয়ে এসেছেন।
মন্ত্রী আরও বলেন, কিছু সুবিধাবাদী লোক এই টিকা নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছিল। টিকা না আসতেই তারা বলে বেড়াচ্ছিল এই টিকা নিলে মানুষ মারা যাবে। কিন্তু এখনো পর্যন্ত যারা টিকা নিয়েছে তারা সবাই সুস্থ আছে। এছাড়াও আগামী মাসের ৭ তারিখ থেকে টিকার দ্বিতীয় ডোজ দেয়া হবে বলেও জানান মন্ত্রী।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়া মারীয়া পেরেরার সঞ্চালনায় মাসিক সমন্বয় সভায় উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন, নারী ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, ওসি হুমায়ন কবীরসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
'মানুষ উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে করোনার টিকা নিচ্ছে'
সারা দেশের মানুষ উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে করোনার টিকা নিচ্ছে এবং টিকা নিয়ে মানুষের মধ্যে যে ভীতি ছিল তা এখন আর নেই বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
বুধবার দুপুরে নওগাঁর নিয়ামতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা সবাই মিলে করোনাকে মোকাবেলা করেছি। যেখানে অনেক বড় বড় দেশ এখনো টিকা নিয়ে আসতে পারেনি, সেখানে আমাদের প্রধানমন্ত্রী এ দেশের মানুষের জন্য সবার আগে টিকা নিয়ে এসেছেন।
মন্ত্রী আরও বলেন, কিছু সুবিধাবাদী লোক এই টিকা নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছিল। টিকা না আসতেই তারা বলে বেড়াচ্ছিল এই টিকা নিলে মানুষ মারা যাবে। কিন্তু এখনো পর্যন্ত যারা টিকা নিয়েছে তারা সবাই সুস্থ আছে। এছাড়াও আগামী মাসের ৭ তারিখ থেকে টিকার দ্বিতীয় ডোজ দেয়া হবে বলেও জানান মন্ত্রী।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়া মারীয়া পেরেরার সঞ্চালনায় মাসিক সমন্বয় সভায় উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন, নারী ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, ওসি হুমায়ন কবীরসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।