করোনার টিকা গ্রহণ করলেন সিসিক মেয়র আরিফ
সিলেটে গত ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম। প্রথম দিন ইচ্ছা থাকলেও শারীরিক অসুবিধার কারণে ভ্যাকসিন নিতে পারেননি সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী। তবে বুধবার সেই কাঙ্ক্ষিত টিকা গ্রহণ করেছেন মেয়র।
বুধবার দুপুর সাড়ে ১২টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত বুথে ভ্যাকসিন গ্রহণ করেন মেয়র আরিফ। পরে আড়াই ঘণ্টা সেখানে বেড রেস্টের পর বিকাল ৩টার দিকে নগর ভবনে যান। তার শরীরে এখন পর্যন্ত কোনো পার্শ্বপ্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি বলে জানিয়েছেন মেয়র আরিফ।
প্রথম দিন ভ্যাকসিন না নেয়ার বিষয়ে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, প্রথম দিনই করোনা ভ্যাকসিন নিতে চেয়েছিলাম। কিন্তু হার্টে রিং বসানো। তাছাড়া ব্রেনেও অপারেশন হয়েছে এবং ডায়াবেটিসের অবস্থাও নরমাল নয়। সব মিলিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শমতে করোনা ভ্যাকসিন নেওয়া হয়নি। অবশেষে বিশেষজ্ঞ ডাক্তারদের পর্যবেক্ষণে ও পরামর্শে বুধবার পরিবারের সবাইকে নিয়ে টিকা গ্রহণ করলাম। বিশেষ করে নগরীর বয়স্ক বাসিন্দাসহ সবাইকে দ্রুত টিকা গ্রহণ করার অনুরোধ জানান মেয়র আরিফ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
করোনার টিকা গ্রহণ করলেন সিসিক মেয়র আরিফ
সিলেটে গত ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম। প্রথম দিন ইচ্ছা থাকলেও শারীরিক অসুবিধার কারণে ভ্যাকসিন নিতে পারেননি সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী। তবে বুধবার সেই কাঙ্ক্ষিত টিকা গ্রহণ করেছেন মেয়র।
বুধবার দুপুর সাড়ে ১২টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত বুথে ভ্যাকসিন গ্রহণ করেন মেয়র আরিফ। পরে আড়াই ঘণ্টা সেখানে বেড রেস্টের পর বিকাল ৩টার দিকে নগর ভবনে যান। তার শরীরে এখন পর্যন্ত কোনো পার্শ্বপ্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি বলে জানিয়েছেন মেয়র আরিফ।
প্রথম দিন ভ্যাকসিন না নেয়ার বিষয়ে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, প্রথম দিনই করোনা ভ্যাকসিন নিতে চেয়েছিলাম। কিন্তু হার্টে রিং বসানো। তাছাড়া ব্রেনেও অপারেশন হয়েছে এবং ডায়াবেটিসের অবস্থাও নরমাল নয়। সব মিলিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শমতে করোনা ভ্যাকসিন নেওয়া হয়নি। অবশেষে বিশেষজ্ঞ ডাক্তারদের পর্যবেক্ষণে ও পরামর্শে বুধবার পরিবারের সবাইকে নিয়ে টিকা গ্রহণ করলাম। বিশেষ করে নগরীর বয়স্ক বাসিন্দাসহ সবাইকে দ্রুত টিকা গ্রহণ করার অনুরোধ জানান মেয়র আরিফ।