গালি দেওয়ায় ‘গাজা কাটার ছুরি’ দিয়ে বন্ধুকে হত্যা
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২১, ২২:৪৭:১৪ | অনলাইন সংস্করণ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নের লক্ষীপুর দক্ষিণপাড়ায় যুবককে গলা কেটে হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে গোয়েন্দা পুলিশ।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই গ্রামের জয়নাল আবেদিনের ছেলে মো. বিপুল হাসান মিন্টুকে (২২) গ্রেফতার করে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি ৪নং আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একেএম রওশন জাহানের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।
মিন্টুর বরাত দিয়ে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মো. শাহ কামাল আকন্দ যুগান্তরকে জানান, মো. বিপুল হাসান মিন্টু ও নিহত হাসান মিয়া (১৯) বন্ধু। ঘটনার দিন শুক্রবার সন্ধ্যায় দুজনেই একসঙ্গে গাঁজা সেবন করে। অতিরিক্ত গাঁজা সেবনের কারণে হাসান নেশাগ্রস্ত হয়ে মিন্টুকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এতে ক্ষিপ্ত হয়ে মিন্টু গাঁজা কাটার ছুরি দিয়ে গলা কেটে হাসানকে হত্যা করে।
গৌরীপুর থানার ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, তার দেয়া বর্ণনামতে ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু উদ্ধার করেছে ডিবি পুলিশ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
গালি দেওয়ায় ‘গাজা কাটার ছুরি’ দিয়ে বন্ধুকে হত্যা
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নের লক্ষীপুর দক্ষিণপাড়ায় যুবককে গলা কেটে হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে গোয়েন্দা পুলিশ।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই গ্রামের জয়নাল আবেদিনের ছেলে মো. বিপুল হাসান মিন্টুকে (২২) গ্রেফতার করে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি ৪নং আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একেএম রওশন জাহানের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।
মিন্টুর বরাত দিয়ে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মো. শাহ কামাল আকন্দ যুগান্তরকে জানান, মো. বিপুল হাসান মিন্টু ও নিহত হাসান মিয়া (১৯) বন্ধু। ঘটনার দিন শুক্রবার সন্ধ্যায় দুজনেই একসঙ্গে গাঁজা সেবন করে। অতিরিক্ত গাঁজা সেবনের কারণে হাসান নেশাগ্রস্ত হয়ে মিন্টুকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এতে ক্ষিপ্ত হয়ে মিন্টু গাঁজা কাটার ছুরি দিয়ে গলা কেটে হাসানকে হত্যা করে।
গৌরীপুর থানার ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, তার দেয়া বর্ণনামতে ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু উদ্ধার করেছে ডিবি পুলিশ।