বাড়ির আঙিনায় আগুনে পুড়ে শিক্ষিকার মৃত্যু
চাঁদপুর প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০২১, ২১:০৬:৪০ | অনলাইন সংস্করণ
চাঁদপুরের হাইমচরে নিজ বাড়িতে আগুনে পুড়ে শিখা রানী মজুমদার (৪৫) নামের এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে হাইমচর উপজেলার আলগী দক্ষিণ ইউনিয়নের পশ্চিম চরকৃষ্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিখা রানী স্থানীয় ফিরোজা কিন্ডারগার্টেনে সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। তিনি স্থানীয় বিশম্ভর মজুমদারের মেয়ে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা শোভা রানী বলেন, আমি ভোরবেলা ঘুম থেকে উঠে রাস্তায় বের হয়ে দেখি আগুন জ্বলছে। কাছে গিয়ে দেখি শিখার শরীর আগুনে জ্বলছে। তখন ডাক-চিৎকার শুরু করলে আশপাশের সবাই দৌড়ে আসেন। আমি তখন অন্য কাউকে সেখানে দেখিনি।
স্থানীয়রা জানান, নিহত শিখা রানী অবিবাহিত ছিলেন এবং একজন ভালো প্রকৃতির মেয়ে। কখনো তার সঙ্গে কারও কোনো বিরোধ দেখেনি কেউ।
এ বিষয়ে হাইমচর থানার ওসি সুব্রত কুমার সরকার বলেন, আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। কীভাবে ঘটনাটি ঘটেছে তা বলা যাচ্ছে না। ইতোমধ্যে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তিনি আরও বলেন, ঘটনাটি বাড়ির আঙিনায় ঘটায় ঘরের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বাড়ির আঙিনায় আগুনে পুড়ে শিক্ষিকার মৃত্যু
চাঁদপুরের হাইমচরে নিজ বাড়িতে আগুনে পুড়ে শিখা রানী মজুমদার (৪৫) নামের এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে হাইমচর উপজেলার আলগী দক্ষিণ ইউনিয়নের পশ্চিম চরকৃষ্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিখা রানী স্থানীয় ফিরোজা কিন্ডারগার্টেনে সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। তিনি স্থানীয় বিশম্ভর মজুমদারের মেয়ে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা শোভা রানী বলেন, আমি ভোরবেলা ঘুম থেকে উঠে রাস্তায় বের হয়ে দেখি আগুন জ্বলছে। কাছে গিয়ে দেখি শিখার শরীর আগুনে জ্বলছে। তখন ডাক-চিৎকার শুরু করলে আশপাশের সবাই দৌড়ে আসেন। আমি তখন অন্য কাউকে সেখানে দেখিনি।
স্থানীয়রা জানান, নিহত শিখা রানী অবিবাহিত ছিলেন এবং একজন ভালো প্রকৃতির মেয়ে। কখনো তার সঙ্গে কারও কোনো বিরোধ দেখেনি কেউ।
এ বিষয়ে হাইমচর থানার ওসি সুব্রত কুমার সরকার বলেন, আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। কীভাবে ঘটনাটি ঘটেছে তা বলা যাচ্ছে না। ইতোমধ্যে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তিনি আরও বলেন, ঘটনাটি বাড়ির আঙিনায় ঘটায় ঘরের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।