ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই যুবকের মৃত্যু
ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০২১, ২২:১৭:৩৬ | অনলাইন সংস্করণ
ময়মনসিংহের ধোবাউড়ায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার মেকিয়ারকান্দা বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- খড়িয়া গ্রামের সাবির উদ্দিনের ছেলে জাহিদ হাসান রাসেল (২২) এবং বাঘবেড় গ্রামের কুতুব উদ্দিনের ছেলে শহিদুল কায়সার রনি (২৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, হালুয়াঘাট থেকে রডভর্তি একটি ট্রাক ধোবাউড়ার দিকে আসছিল। অপরদিকে ধোবাউড়া থেকে একটি মোটরসাইকেলে ৩ যুবক হালুয়াঘাট যাচ্ছিলেন। পথে মেকিয়ারকান্দা বাজারের পাশে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান জাহিদ হাসান রাসেল।
অপর দুজনকে হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে শহিদুল কায়সার রনিকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত ডাক্তার। গুরুতর আহত অবস্থায় একজনকে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে ধোবাউড়া থানার ওসি (তদন্ত) চাঁদ মিয়া বলেন, ট্রাকসহ ড্রাইভারকে আটক করা হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই যুবকের মৃত্যু
ময়মনসিংহের ধোবাউড়ায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার মেকিয়ারকান্দা বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- খড়িয়া গ্রামের সাবির উদ্দিনের ছেলে জাহিদ হাসান রাসেল (২২) এবং বাঘবেড় গ্রামের কুতুব উদ্দিনের ছেলে শহিদুল কায়সার রনি (২৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, হালুয়াঘাট থেকে রডভর্তি একটি ট্রাক ধোবাউড়ার দিকে আসছিল। অপরদিকে ধোবাউড়া থেকে একটি মোটরসাইকেলে ৩ যুবক হালুয়াঘাট যাচ্ছিলেন। পথে মেকিয়ারকান্দা বাজারের পাশে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান জাহিদ হাসান রাসেল।
অপর দুজনকে হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে শহিদুল কায়সার রনিকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত ডাক্তার। গুরুতর আহত অবস্থায় একজনকে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে ধোবাউড়া থানার ওসি (তদন্ত) চাঁদ মিয়া বলেন, ট্রাকসহ ড্রাইভারকে আটক করা হয়েছে।