পথচারীকে চাপা দিয়ে প্রাণ হারালেন মোটরসাইকেলচালকও
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০২১, ২২:৪৭:১৫ | অনলাইন সংস্করণ
কক্সবাজারের চকরিয়ায় কয়েকজন পথচারীকে চাপা দিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারালেন মোটরসাইকেলচালক। এ সময় নিহত হন পথচারী আরেক যুবক। গুরুতর আহত হন অন্তত তিন পথচারী। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার বানিয়ারছড়া স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত মোটরসাইকেল আরোহী যুবকের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের মধ্যম বানিয়ারছড়া গ্রামের নেজাম উদ্দিনের ছেলে মো. আবদুল ওয়াহাব (২০)। তবে ঘটনাস্থলে নিহত পথচারী এবং আহত তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে চেপে যুবক আবদুল ওয়াহাব যাচ্ছিলেন পার্শ্ববর্তী উপজেলা পেকুয়ায়। বাড়ি থেকে রওনা দিয়ে মহাসড়কে উঠে বানিয়ারছড়া স্টেশনে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে চাপা দেয় মোটরসাইকেলটি।
এ সময় আরোহী আবদুল ওয়াহাব নিজেও ঘটনাস্থলেই প্রাণ হারান। দ্রুতগতির মোটরসাইকেলের চাপায় ঘটনাস্থলেই প্রাণ হারান অজ্ঞাত এক যুবক এবং আহত হন আরও তিনজন পথচারী।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহাসড়কের বানিয়ারছড়ার চিরিঙ্গা হাইওয়ে পুলিশের এসআই মো. সিরাজুল ইসলাম। তিনি জানান, এ ব্যাপারে পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পথচারীকে চাপা দিয়ে প্রাণ হারালেন মোটরসাইকেলচালকও
কক্সবাজারের চকরিয়ায় কয়েকজন পথচারীকে চাপা দিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারালেন মোটরসাইকেলচালক। এ সময় নিহত হন পথচারী আরেক যুবক। গুরুতর আহত হন অন্তত তিন পথচারী। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার বানিয়ারছড়া স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত মোটরসাইকেল আরোহী যুবকের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের মধ্যম বানিয়ারছড়া গ্রামের নেজাম উদ্দিনের ছেলে মো. আবদুল ওয়াহাব (২০)। তবে ঘটনাস্থলে নিহত পথচারী এবং আহত তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে চেপে যুবক আবদুল ওয়াহাব যাচ্ছিলেন পার্শ্ববর্তী উপজেলা পেকুয়ায়। বাড়ি থেকে রওনা দিয়ে মহাসড়কে উঠে বানিয়ারছড়া স্টেশনে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে চাপা দেয় মোটরসাইকেলটি।
এ সময় আরোহী আবদুল ওয়াহাব নিজেও ঘটনাস্থলেই প্রাণ হারান। দ্রুতগতির মোটরসাইকেলের চাপায় ঘটনাস্থলেই প্রাণ হারান অজ্ঞাত এক যুবক এবং আহত হন আরও তিনজন পথচারী।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহাসড়কের বানিয়ারছড়ার চিরিঙ্গা হাইওয়ে পুলিশের এসআই মো. সিরাজুল ইসলাম। তিনি জানান, এ ব্যাপারে পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।