ফসলি জমিতে যুবকের গলাকাটা লাশ
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২১, ১৩:০৪:৩১ | অনলাইন সংস্করণ
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় অজ্ঞাত পরিচয়ের এক যুবকের (৩০) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল ৯টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে পানাউল্লাহরচর এলাকার ফসলি জমি থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।
হত্যার উদ্দেশেই দুর্বৃত্তরা ওই যুবককে অন্য কোথাও থেকে এখানে এনে গলা কেটে হত্যা করে মরদেহ ফেলে রেখে গেছে বলে মনে করছে পুলিশ
স্থানীয়রা জানান, নিহত যুবকের পোশাক দেখে মনে হচ্ছে তিনি অন্য কোথাও সিকিউরিটি গার্ডের চাকরি করতেন। হত্যার উদ্দেশেই দুর্বৃত্তরা তাকে অন্য কোথাও থেকে এখানে এনে গলা কেটে হত্যা করে মরদেহ ফেলে রেখে গেছে বলে সন্দেহ এলাকাবাসীর।
ভৈরব থানার ওসি মো. শাহিন জানান, খবর পেয়ে পুলিশ ওই যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করে। নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।
ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা মধ্যরাতে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর তদন্ত সাপেক্ষে প্রকৃত খুনিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ফসলি জমিতে যুবকের গলাকাটা লাশ
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় অজ্ঞাত পরিচয়ের এক যুবকের (৩০) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল ৯টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে পানাউল্লাহরচর এলাকার ফসলি জমি থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।
হত্যার উদ্দেশেই দুর্বৃত্তরা ওই যুবককে অন্য কোথাও থেকে এখানে এনে গলা কেটে হত্যা করে মরদেহ ফেলে রেখে গেছে বলে মনে করছে পুলিশ
স্থানীয়রা জানান, নিহত যুবকের পোশাক দেখে মনে হচ্ছে তিনি অন্য কোথাও সিকিউরিটি গার্ডের চাকরি করতেন। হত্যার উদ্দেশেই দুর্বৃত্তরা তাকে অন্য কোথাও থেকে এখানে এনে গলা কেটে হত্যা করে মরদেহ ফেলে রেখে গেছে বলে সন্দেহ এলাকাবাসীর।
ভৈরব থানার ওসি মো. শাহিন জানান, খবর পেয়ে পুলিশ ওই যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করে। নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।
ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা মধ্যরাতে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর তদন্ত সাপেক্ষে প্রকৃত খুনিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।