বক্তব্য দিতে গিয়ে মঞ্চেই জাতীয় পার্টির নেতার মৃত্যু
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২১, ১৪:৪৭:০১ | অনলাইন সংস্করণ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় কর্মী সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় মঞ্চেই জাতীয় পার্টির নেতা মশিয়ার রহমানের (৬২) মৃত্যু হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় বড়ভিটা ইউনিয়ন জাতীয় পার্টির কর্মী সম্মেলনের স্টেজে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।
মৃত মশিয়ার রহমান উপজেলার বড়ভিটা কাছারীপাড়া গ্রামের মৃত আসান উদ্দিন সরকারের ছেলে ও জাতীয় পার্টির বড়ভিটা ইউনিয়ন আহ্বায়ক কমিটির সদস্য।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বড়ভিটা বাজারসংলগ্ন চেয়ারম্যানের চাতালে ইউনিয়ন জাতীয় পার্টির মতবিনিময় ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
ওই সম্মেলনে উত্তেজিত হয়ে বক্তব্য দেয়ার সময় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে স্টেজে ঢলে পড়েন। সেখান থেকে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বড়ভিটা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও ইউপি চেয়ারম্যান ফজলার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার পারিবারিক করবস্থানে মশিয়ার রহমানের মরদেহ দাফন করা হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বক্তব্য দিতে গিয়ে মঞ্চেই জাতীয় পার্টির নেতার মৃত্যু
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় কর্মী সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় মঞ্চেই জাতীয় পার্টির নেতা মশিয়ার রহমানের (৬২) মৃত্যু হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় বড়ভিটা ইউনিয়ন জাতীয় পার্টির কর্মী সম্মেলনের স্টেজে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।
মৃত মশিয়ার রহমান উপজেলার বড়ভিটা কাছারীপাড়া গ্রামের মৃত আসান উদ্দিন সরকারের ছেলে ও জাতীয় পার্টির বড়ভিটা ইউনিয়ন আহ্বায়ক কমিটির সদস্য।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বড়ভিটা বাজারসংলগ্ন চেয়ারম্যানের চাতালে ইউনিয়ন জাতীয় পার্টির মতবিনিময় ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
ওই সম্মেলনে উত্তেজিত হয়ে বক্তব্য দেয়ার সময় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে স্টেজে ঢলে পড়েন। সেখান থেকে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বড়ভিটা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও ইউপি চেয়ারম্যান ফজলার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার পারিবারিক করবস্থানে মশিয়ার রহমানের মরদেহ দাফন করা হয়েছে।