ইউপি নির্বাচনে সারা দেশে প্রার্থী দেবেন চরমোনাই পীর
বরিশাল ব্যুরো
২৭ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৫৫:০৯ | অনলাইন সংস্করণ
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, বাংলাদেশ আজ চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে সর্বস্তরে ইসলামকে বিজয়ী করতে হবে। তাই সারা দেশে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইসলামী আন্দোলন প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
বুধবার জোহরের নামাজের পর বরিশালের চরমোনাইয়ে আয়োজিত ৩ দিনব্যাপী মাহফিলের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে সর্বস্তরে ইসলামকে বিজয়ী করতে হবে। তাই ইসলামের পক্ষের শক্তিকে অর্থাৎ হাতপাখার প্রার্থীদের জয়ী করতে হবে।
সমাপনী বক্তব্যের পর আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় ভারত, কাশ্মীর, মিয়ানমার, ফিলিস্তিন, সিরিয়াসহ বিশ্বের নির্যাতিত মুসলমানদের নিরাপত্তা ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়।
উল্লেখ্য, তিন দিনব্যাপী এ মাহফিলে আগত মুসল্লিদের মধ্যে ১১ জন মৃত্যুবরণ করেছেন। মৃত্যুবরণকারী মুসুল্লিরা হলেন- বরিশালের বাকেরগঞ্জের খলিলুর রহমান (৫০), নওগাঁর নজরুল ইসলাম (৫৫), সিরাজগঞ্জ সদরের রুহুল আমীন (৬৮), মাগুরার আকরাম মোল্লা (৬০), পিরোজপুরের আসাফ ফকির (৫৫), টাঙ্গাইলের মানসুর রহমান (৫৪), নারায়ণগঞ্জের নূর মোহাম্মদ (৩৫), নরসিংদীর মোহাম্মদ উল্লাহ সোহরাব (৩৫), রংপুরের আমিনুল ইসলাম (৭৫), নারায়ণগঞ্জের আবুল কালাম (৫০) ও কুমিল্লার রফিকুল ইসলাম (৬০)। তারা সবাই মাহফিলের অস্থায়ী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ইউপি নির্বাচনে সারা দেশে প্রার্থী দেবেন চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, বাংলাদেশ আজ চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে সর্বস্তরে ইসলামকে বিজয়ী করতে হবে। তাই সারা দেশে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইসলামী আন্দোলন প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
বুধবার জোহরের নামাজের পর বরিশালের চরমোনাইয়ে আয়োজিত ৩ দিনব্যাপী মাহফিলের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে সর্বস্তরে ইসলামকে বিজয়ী করতে হবে। তাই ইসলামের পক্ষের শক্তিকে অর্থাৎ হাতপাখার প্রার্থীদের জয়ী করতে হবে।
সমাপনী বক্তব্যের পর আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় ভারত, কাশ্মীর, মিয়ানমার, ফিলিস্তিন, সিরিয়াসহ বিশ্বের নির্যাতিত মুসলমানদের নিরাপত্তা ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়।
উল্লেখ্য, তিন দিনব্যাপী এ মাহফিলে আগত মুসল্লিদের মধ্যে ১১ জন মৃত্যুবরণ করেছেন। মৃত্যুবরণকারী মুসুল্লিরা হলেন- বরিশালের বাকেরগঞ্জের খলিলুর রহমান (৫০), নওগাঁর নজরুল ইসলাম (৫৫), সিরাজগঞ্জ সদরের রুহুল আমীন (৬৮), মাগুরার আকরাম মোল্লা (৬০), পিরোজপুরের আসাফ ফকির (৫৫), টাঙ্গাইলের মানসুর রহমান (৫৪), নারায়ণগঞ্জের নূর মোহাম্মদ (৩৫), নরসিংদীর মোহাম্মদ উল্লাহ সোহরাব (৩৫), রংপুরের আমিনুল ইসলাম (৭৫), নারায়ণগঞ্জের আবুল কালাম (৫০) ও কুমিল্লার রফিকুল ইসলাম (৬০)। তারা সবাই মাহফিলের অস্থায়ী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।