নারিকেল গাছ দিয়ে নৌকাকে হারালেন বিদ্রোহী প্রার্থী
রংপুর ব্যুরো
২৮ ফেব্রুয়ারি ২০২১, ২১:৫৯:৫২ | অনলাইন সংস্করণ
রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থীকে পরাজিত করে নারিকেল প্রতীক নিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এরশাদুল হক বিপুল ভোটে জয়লাভ করেছেন।
জেলা রিটার্নিং ও সিনিয়র নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন বেসরকারি ফলাফলে তাকে বিজয়ী ঘোষণা করেন।
বিদ্রাহী প্রার্থী এরশাদুল হক পেয়েছেন ১৭ হাজার ২৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী হাকিবুর রহমান পেয়েছেন ৭ হাজার ১৭৩ ভোট।
নির্বাচনে ২০টি কেন্দ্রের ১৬১টি বুথে ৪৯ হাজার ১৭ জন ভোটার ইভিএমের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ওই নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এরশাদুল হক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় অনড় থাকায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। তিনি নারিকেল গাছ মার্কা নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ দলীয় প্রার্থী বর্তমান মেয়র ও দলের জেলা কমিটির সহ-সভাপতি হাকিবুর রহমান নির্বাচনী লড়াইয়ে মাঠে নামেন। মোনায়েম হোসেন ফারুক ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী ছিলেন। ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী জাহিদ হোসেনের প্রতীক ছিল হাতপাখা।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
নারিকেল গাছ দিয়ে নৌকাকে হারালেন বিদ্রোহী প্রার্থী
রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থীকে পরাজিত করে নারিকেল প্রতীক নিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এরশাদুল হক বিপুল ভোটে জয়লাভ করেছেন।
জেলা রিটার্নিং ও সিনিয়র নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন বেসরকারি ফলাফলে তাকে বিজয়ী ঘোষণা করেন।
বিদ্রাহী প্রার্থী এরশাদুল হক পেয়েছেন ১৭ হাজার ২৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী হাকিবুর রহমান পেয়েছেন ৭ হাজার ১৭৩ ভোট।
নির্বাচনে ২০টি কেন্দ্রের ১৬১টি বুথে ৪৯ হাজার ১৭ জন ভোটার ইভিএমের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ওই নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এরশাদুল হক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় অনড় থাকায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। তিনি নারিকেল গাছ মার্কা নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ দলীয় প্রার্থী বর্তমান মেয়র ও দলের জেলা কমিটির সহ-সভাপতি হাকিবুর রহমান নির্বাচনী লড়াইয়ে মাঠে নামেন। মোনায়েম হোসেন ফারুক ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী ছিলেন। ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী জাহিদ হোসেনের প্রতীক ছিল হাতপাখা।