রাতে মোবাইলে ডেকে নিয়ে প্রবাসীর মেয়েকে কুপিয়ে হত্যা
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০২১, ২২:২৬:৩৮ | অনলাইন সংস্করণ
টাঙ্গাইলের কালিহাতীতে আশা আক্তার নামে প্রবাসীর এক মেয়েকে মোবাইলে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার রাত ৮টার দিকে উপজেলার কোকডহরা ইউনিয়নের দত্তগ্রামে এ ঘটনা ঘটে। নিহত আশা ওই গ্রামের প্রবাসী আনোয়ার হোসেনের মেয়ে। সে বল্লা করোনেশন স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানান, শনিবার রাত ৮টার দিকে আশা আক্তারকে নিজ ঘর থেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে ঘরের সামনে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আশার চিৎকারে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রোববার ময়নাতদন্ত করে বিকালে লাশ বাড়িতে নিয়ে আসে। তবে কে বা কারা হত্যা করেছে সে ব্যাপারে কিছু জানাতে পারেননি স্বজন ও এলাকাবাসী।
কোকডহরা ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, এমন ঘটনা মেনে নেয়া যায় না। এর সঠিক তদন্ত ও অপরাধীদের গ্রেফতার করে শাস্তি দাবি করেন তিনি।
কালিহাতী থানার ওসি সওগাতুল আলম জানান, নিহত আশা আক্তারের মা সুফিয়া বেগম বাদী হয়ে রোববার বিকালে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
রাতে মোবাইলে ডেকে নিয়ে প্রবাসীর মেয়েকে কুপিয়ে হত্যা
টাঙ্গাইলের কালিহাতীতে আশা আক্তার নামে প্রবাসীর এক মেয়েকে মোবাইলে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার রাত ৮টার দিকে উপজেলার কোকডহরা ইউনিয়নের দত্তগ্রামে এ ঘটনা ঘটে। নিহত আশা ওই গ্রামের প্রবাসী আনোয়ার হোসেনের মেয়ে। সে বল্লা করোনেশন স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানান, শনিবার রাত ৮টার দিকে আশা আক্তারকে নিজ ঘর থেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে ঘরের সামনে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আশার চিৎকারে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রোববার ময়নাতদন্ত করে বিকালে লাশ বাড়িতে নিয়ে আসে। তবে কে বা কারা হত্যা করেছে সে ব্যাপারে কিছু জানাতে পারেননি স্বজন ও এলাকাবাসী।
কোকডহরা ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, এমন ঘটনা মেনে নেয়া যায় না। এর সঠিক তদন্ত ও অপরাধীদের গ্রেফতার করে শাস্তি দাবি করেন তিনি।
কালিহাতী থানার ওসি সওগাতুল আলম জানান, নিহত আশা আক্তারের মা সুফিয়া বেগম বাদী হয়ে রোববার বিকালে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।