ফেরিতে উঠতে গিয়ে ট্রাক পদ্মায়, চালক নিহত
মানিকগঞ্জ প্রতিনিধি
০১ মার্চ ২০২১, ০৮:৪৭:৩৪ | অনলাইন সংস্করণ
মানিকগঞ্জের পাটুরিয়াঘাটে ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক পদ্মা নদীতে পড়ে গেছে। এ সময় অজ্ঞাত পরিচয়ে এক চালক নিহত হয়েছেন।
রোববার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা এরিয়া অফিসের ব্যবস্থাপক বাণিজ্য আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, পাটুরিয়া ফেরিঘাটের ৩নং ঘাটে রাখা রো-রো ফেরি আমানত শাহতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে (যশোর ট-১১-১৮৭৭) ট্রাকটি পদ্মা নদীগর্ভে নিমজ্জিত হয়।
এ সময় ট্রাকের সহকারী লাফ দিয়ে নামতে পারলেও চালক ঘটনাস্থলেই নিহত হন।
ফেরির ওই দায়িত্বশীল কর্মকর্তা আরও জানান, লাফ দিয়ে নামতে গিয়ে ওই সহকারী আহত হয়েছেন। তাকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক বাণিজ্য আব্দুস সালাম জানান, পদ্মার গর্ভে নিমজ্জিত ট্রাক তাদের নিজস্ব ক্রেন দিয়ে তীরে তোলা হয়েছে। ফায়ার সার্ভিসকর্মীরা উদ্ধারকাজে অংশ নেন বলেও জানান তিনি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ফেরিতে উঠতে গিয়ে ট্রাক পদ্মায়, চালক নিহত
মানিকগঞ্জের পাটুরিয়াঘাটে ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক পদ্মা নদীতে পড়ে গেছে। এ সময় অজ্ঞাত পরিচয়ে এক চালক নিহত হয়েছেন।
রোববার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা এরিয়া অফিসের ব্যবস্থাপক বাণিজ্য আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, পাটুরিয়া ফেরিঘাটের ৩নং ঘাটে রাখা রো-রো ফেরি আমানত শাহতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে (যশোর ট-১১-১৮৭৭) ট্রাকটি পদ্মা নদীগর্ভে নিমজ্জিত হয়।
এ সময় ট্রাকের সহকারী লাফ দিয়ে নামতে পারলেও চালক ঘটনাস্থলেই নিহত হন।
ফেরির ওই দায়িত্বশীল কর্মকর্তা আরও জানান, লাফ দিয়ে নামতে গিয়ে ওই সহকারী আহত হয়েছেন। তাকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক বাণিজ্য আব্দুস সালাম জানান, পদ্মার গর্ভে নিমজ্জিত ট্রাক তাদের নিজস্ব ক্রেন দিয়ে তীরে তোলা হয়েছে। ফায়ার সার্ভিসকর্মীরা উদ্ধারকাজে অংশ নেন বলেও জানান তিনি।