কোম্পানীগঞ্জে ইউপি চেয়ারম্যানের অফিসে ককটেল বিষ্ফোরণ
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
০১ মার্চ ২০২১, ২১:৩৮:৪৭ | অনলাইন সংস্করণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী শাহীনের ব্যক্তিগত অফিসে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যায় উপজেলার বাংলাবাজারে এ ককটেল নিক্ষেপের ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যার পর কে বা কারা চেয়ারম্যান শাহীন চৌধুরীর ব্যক্তিগত অফিসে ককটেল নিক্ষেপ করেছে। এ সময় বাংলাবাজারে আগত মানুষজন আতংকে দিক্বিদিক ছুটাছুটি করে। পরে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।
এ বিষয়ে মুছাপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী শাহীন জানান, আমি ঢাকায় অবস্থান করছি। সোমবার সন্ধ্যার পর আসন্ন ইউপি নির্বাচনে আমার প্রতিপক্ষ আমেরিকা প্রবাসী আইয়ুব আলীর লোকজন এ ঘটনা ঘটাতে পারে বলে আমি মনে করছি।
অভিযোগের বিষয়ে আমেরিকা প্রবাসী আইয়ুব আলী বলেন, চেয়ারম্যান শাহীন চৌধুরী নিজস্ব লোকজন এ ঘটনা ঘটিয়ে আমার ওপর দোষ চাপাচ্ছে। আমি নির্বাচনী প্রচারণায় ছিলাম। এ ঘটনা শুনে সঙ্গে সঙ্গে কোম্পানীগঞ্জ থানার পুলিশকে জানিয়েছি।
কোম্পানীগঞ্জ থানার ওসি মো. জাহেদুল হক রনি জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কোম্পানীগঞ্জে ইউপি চেয়ারম্যানের অফিসে ককটেল বিষ্ফোরণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী শাহীনের ব্যক্তিগত অফিসে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যায় উপজেলার বাংলাবাজারে এ ককটেল নিক্ষেপের ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যার পর কে বা কারা চেয়ারম্যান শাহীন চৌধুরীর ব্যক্তিগত অফিসে ককটেল নিক্ষেপ করেছে। এ সময় বাংলাবাজারে আগত মানুষজন আতংকে দিক্বিদিক ছুটাছুটি করে। পরে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।
এ বিষয়ে মুছাপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী শাহীন জানান, আমি ঢাকায় অবস্থান করছি। সোমবার সন্ধ্যার পর আসন্ন ইউপি নির্বাচনে আমার প্রতিপক্ষ আমেরিকা প্রবাসী আইয়ুব আলীর লোকজন এ ঘটনা ঘটাতে পারে বলে আমি মনে করছি।
অভিযোগের বিষয়ে আমেরিকা প্রবাসী আইয়ুব আলী বলেন, চেয়ারম্যান শাহীন চৌধুরী নিজস্ব লোকজন এ ঘটনা ঘটিয়ে আমার ওপর দোষ চাপাচ্ছে। আমি নির্বাচনী প্রচারণায় ছিলাম। এ ঘটনা শুনে সঙ্গে সঙ্গে কোম্পানীগঞ্জ থানার পুলিশকে জানিয়েছি।
কোম্পানীগঞ্জ থানার ওসি মো. জাহেদুল হক রনি জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।