কয়েলের আগুনে পুড়ে মরল গরু-ছাগল
মাদারীপুরের শিবচর উপজেলায় গোয়ালঘরের কয়েলের আগুনে দুটি গরু ও একটি ছাগলের মৃত্যু হয়েছে। এ ছাড়া আরও একটি গরু দগ্ধ হয়েছে।
সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের তাজপুর গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, দিবাগত রাত ৩টার দিকে হঠাৎ করেই আদেলউদ্দিন জমাদ্দারের গোয়ালঘরে আগুন দেখতে পান বাড়ির লোকজন। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে প্রায় ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে ততক্ষণে গোয়ালঘরসহ দুটি ঘর ও বসতঘরের একটি অংশ পুড়ে যায়। আগুন চারপাশে ছড়িয়ে পড়ায় ঘরে বাধা দুটি গরু ও একটি ছাগলের মৃত্যু হয়। এ সময় একটি গরু দগ্ধ হয়।
ক্ষতিগ্রস্ত আদেলউদ্দিন জমাদ্দার জানান, আগুনে তার কমপক্ষে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। মারা যাওয়া দুটি গরুর আনুমানিক মূল্যই হবে আড়াই থেকে তিন লাখ টাকা।
গোয়ালঘরে জ্বালানো কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন তিনি।
দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ওসি এমদাদুল হক বলেন, বিষয়টি স্থানীয়ভাবে কেউ জানায়নি, তবে খোঁজ নিচ্ছি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কয়েলের আগুনে পুড়ে মরল গরু-ছাগল
মাদারীপুরের শিবচর উপজেলায় গোয়ালঘরের কয়েলের আগুনে দুটি গরু ও একটি ছাগলের মৃত্যু হয়েছে। এ ছাড়া আরও একটি গরু দগ্ধ হয়েছে।
সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের তাজপুর গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, দিবাগত রাত ৩টার দিকে হঠাৎ করেই আদেলউদ্দিন জমাদ্দারের গোয়ালঘরে আগুন দেখতে পান বাড়ির লোকজন। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে প্রায় ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে ততক্ষণে গোয়ালঘরসহ দুটি ঘর ও বসতঘরের একটি অংশ পুড়ে যায়। আগুন চারপাশে ছড়িয়ে পড়ায় ঘরে বাধা দুটি গরু ও একটি ছাগলের মৃত্যু হয়। এ সময় একটি গরু দগ্ধ হয়।
ক্ষতিগ্রস্ত আদেলউদ্দিন জমাদ্দার জানান, আগুনে তার কমপক্ষে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। মারা যাওয়া দুটি গরুর আনুমানিক মূল্যই হবে আড়াই থেকে তিন লাখ টাকা।
গোয়ালঘরে জ্বালানো কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন তিনি।
দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ওসি এমদাদুল হক বলেন, বিষয়টি স্থানীয়ভাবে কেউ জানায়নি, তবে খোঁজ নিচ্ছি।