নিজের নির্বাচনী পোস্টার অপসারণ শুরু করেছেন নবনির্বাচিত মেয়র
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০২ মার্চ ২০২১, ২১:৫০:৪৮ | অনলাইন সংস্করণ
ব্রাহ্মণবাড়িয়া শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে নির্বাচনের একদিন পর থেকেই নিজের নির্বাচনী পোস্টার অপসারণ শুরু করেছেন নবনির্বাচিত মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিসেস নায়ার কবির।
সোমবার সন্ধ্যা সোয়া ৭টায় তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে শহরের পাইকপাড়া এলাকায় রাস্তার উপর রশি দিয়ে টানানো পোস্টার অপসারণ কাজ শুরু করেন।
এ সময় তিনি দ্রুত সময়ের মধ্যে নিজের সব পোস্টার অপসারণ করবেন বলে জানান।
এ সময় নবনির্বাচিত মেয়র নায়ার কবির বলেন, পৌর এলাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সব নাগরিকের দায়িত্ব। সেজন্য তিনি প্রথমেই তার টানানো সব পোস্টার অপসারণের কাজ শুরু করেছেন। তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা সব প্রার্থীকে পোস্টার নিজ উদ্যোগে অপসারণ করার অনুরোধ জানান।
উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি রোববার ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত ও বর্তমান মেয়র মিসেস নায়ার কবির (নৌকা) ২৮ হাজার ৫৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুল হক ভূঁইয়া (মোবাইল ফোন) পেয়েছেন ১৮ হাজার ৩৬১ ভোট।
নির্বাচনে পৌর এলাকার মূল সড়কসহ বিভিন্ন পাড়া-মহল্লার সড়কে পোস্টার টানান প্রার্থীরা। এতে শহরের অলি-গলি ছেয়ে গেছে প্রার্থীদের পোস্টারে। সোমবার থেকে নবনির্বাচিত মেয়র নায়ার কবির তার পোস্টার অপসারণের মধ্যে দিয়ে শহরের পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
নিজের নির্বাচনী পোস্টার অপসারণ শুরু করেছেন নবনির্বাচিত মেয়র
ব্রাহ্মণবাড়িয়া শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে নির্বাচনের একদিন পর থেকেই নিজের নির্বাচনী পোস্টার অপসারণ শুরু করেছেন নবনির্বাচিত মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিসেস নায়ার কবির।
সোমবার সন্ধ্যা সোয়া ৭টায় তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে শহরের পাইকপাড়া এলাকায় রাস্তার উপর রশি দিয়ে টানানো পোস্টার অপসারণ কাজ শুরু করেন।
এ সময় তিনি দ্রুত সময়ের মধ্যে নিজের সব পোস্টার অপসারণ করবেন বলে জানান।
এ সময় নবনির্বাচিত মেয়র নায়ার কবির বলেন, পৌর এলাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সব নাগরিকের দায়িত্ব। সেজন্য তিনি প্রথমেই তার টানানো সব পোস্টার অপসারণের কাজ শুরু করেছেন। তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা সব প্রার্থীকে পোস্টার নিজ উদ্যোগে অপসারণ করার অনুরোধ জানান।
উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি রোববার ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত ও বর্তমান মেয়র মিসেস নায়ার কবির (নৌকা) ২৮ হাজার ৫৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুল হক ভূঁইয়া (মোবাইল ফোন) পেয়েছেন ১৮ হাজার ৩৬১ ভোট।
নির্বাচনে পৌর এলাকার মূল সড়কসহ বিভিন্ন পাড়া-মহল্লার সড়কে পোস্টার টানান প্রার্থীরা। এতে শহরের অলি-গলি ছেয়ে গেছে প্রার্থীদের পোস্টারে। সোমবার থেকে নবনির্বাচিত মেয়র নায়ার কবির তার পোস্টার অপসারণের মধ্যে দিয়ে শহরের পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করেন।