নিখোঁজ অটোচালকের লাশ মিলল জঙ্গলে
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
০৩ মার্চ ২০২১, ০৮:২৫:৩২ | অনলাইন সংস্করণ
টাঙ্গাইলের গোপালপুর থেকে নিখোঁজের তিন দিন পর সাগর আহমেদ নামে এক অটোচালকের মরদেহ মধুপুরের জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার রাতে মধুপুর বনাঞ্চলের সেহড়াতল জঙ্গল থেকে থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
নিহত অটোচালক সাগর গোপালপুর পৌরসভার ভুয়ারপাড়া গ্রামের সমেশ মিয়ার ছেলে।
গোপালপুর থানার ওসি (তদন্ত) কাইয়ুম খান সিদ্দিকী জানান, গত শনিবার গোপালপুর থানাব্রিজ থেকে সাগর আহমেদ অটোতে ভাড়ার যাত্রী উঠিয়ে মধুপুর গিয়ে নিখোঁজ হন।
পর দিন ২৮ ফেব্রুয়ারি সাগরের বাবা গোপালপুর থানায় ছেলে নিখোঁজের ঘটনায় ডায়েরি করেন।
মধুপুর উপজেলার অরখোলার ফাঁড়ির ওসি (তদন্ত) হাসান জানান, মঙ্গলবার রাতে মধুপুর বনাঞ্চলের সেহড়াতল জঙ্গল থেকে সাগর আহমেদের মরদেহ উদ্ধার করা হয়। দুর্বৃত্তরা গলায় গামছা ঢুকিয়ে চালককে হত্যার পর অটো নিয়ে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।
মধুপুর থানার ওসি কামাল খবরটি নিশ্চিত করেছেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
নিখোঁজ অটোচালকের লাশ মিলল জঙ্গলে
টাঙ্গাইলের গোপালপুর থেকে নিখোঁজের তিন দিন পর সাগর আহমেদ নামে এক অটোচালকের মরদেহ মধুপুরের জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার রাতে মধুপুর বনাঞ্চলের সেহড়াতল জঙ্গল থেকে থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
নিহত অটোচালক সাগর গোপালপুর পৌরসভার ভুয়ারপাড়া গ্রামের সমেশ মিয়ার ছেলে।
গোপালপুর থানার ওসি (তদন্ত) কাইয়ুম খান সিদ্দিকী জানান, গত শনিবার গোপালপুর থানাব্রিজ থেকে সাগর আহমেদ অটোতে ভাড়ার যাত্রী উঠিয়ে মধুপুর গিয়ে নিখোঁজ হন।
পর দিন ২৮ ফেব্রুয়ারি সাগরের বাবা গোপালপুর থানায় ছেলে নিখোঁজের ঘটনায় ডায়েরি করেন।
মধুপুর উপজেলার অরখোলার ফাঁড়ির ওসি (তদন্ত) হাসান জানান, মঙ্গলবার রাতে মধুপুর বনাঞ্চলের সেহড়াতল জঙ্গল থেকে সাগর আহমেদের মরদেহ উদ্ধার করা হয়। দুর্বৃত্তরা গলায় গামছা ঢুকিয়ে চালককে হত্যার পর অটো নিয়ে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।
মধুপুর থানার ওসি কামাল খবরটি নিশ্চিত করেছেন।