চেয়ারম্যানের বিরুদ্ধে আমেরিকার আ’লীগ নেতার জিডি
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
০৩ মার্চ ২০২১, ২২:৩৮:৫৩ | অনলাইন সংস্করণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী শাহীনের বিরুদ্ধে থানায় জিডি করেছেন আমেরিকা প্রবাসী আওয়ামী লীগের আন্তর্জাতিক উপকমিটির সদস্য আইউব আলী। মঙ্গলবার রাতে কোম্পানীগঞ্জ থানায় তিনি এ জিডি করেন।
জিডিতে আইউব আলী উল্লেখ করেন, তিনি আমেরিকা প্রবাসী, নিউইয়র্ক আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক উপকমিটির সদস্য। আসন্ন ইউপি নির্বাচনে মুছাপুর ইউনিয়নে তিনিও একজন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে জনসংযোগ করে আসছেন। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমার প্রতিপক্ষ বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী শাহীন আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে আসছেন।
তিনি বলেন, বহিরাগত লোকজন নিয়ে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য প্রকাশ্যে বহন করে শোডাউন করছে। আমাকে ও আমার সমর্থকদের ভয়ভীতি প্রদর্শন করে ও নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য হুমকি দিচ্ছে।
নজরুল ইসলাম চৌধুরী শাহীন জানান, আমার প্রতিপক্ষ আমেরিকা প্রবাসী আইউব আলী থানায় জিডি করেছে বলে শুনেছি। আমি এলাকায় আসলে বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
চেয়ারম্যানের বিরুদ্ধে আমেরিকার আ’লীগ নেতার জিডি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী শাহীনের বিরুদ্ধে থানায় জিডি করেছেন আমেরিকা প্রবাসী আওয়ামী লীগের আন্তর্জাতিক উপকমিটির সদস্য আইউব আলী। মঙ্গলবার রাতে কোম্পানীগঞ্জ থানায় তিনি এ জিডি করেন।
জিডিতে আইউব আলী উল্লেখ করেন, তিনি আমেরিকা প্রবাসী, নিউইয়র্ক আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক উপকমিটির সদস্য। আসন্ন ইউপি নির্বাচনে মুছাপুর ইউনিয়নে তিনিও একজন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে জনসংযোগ করে আসছেন। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমার প্রতিপক্ষ বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী শাহীন আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে আসছেন।
তিনি বলেন, বহিরাগত লোকজন নিয়ে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য প্রকাশ্যে বহন করে শোডাউন করছে। আমাকে ও আমার সমর্থকদের ভয়ভীতি প্রদর্শন করে ও নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য হুমকি দিচ্ছে।
নজরুল ইসলাম চৌধুরী শাহীন জানান, আমার প্রতিপক্ষ আমেরিকা প্রবাসী আইউব আলী থানায় জিডি করেছে বলে শুনেছি। আমি এলাকায় আসলে বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।