মিজানুর রহমান মিনুকে অবাঞ্ছিত ঘোষণা
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
০৪ মার্চ ২০২১, ২০:৩৬:২৬ | অনলাইন সংস্করণ
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুকে বাঘা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। এছাড়া তাকে ৭২ ঘণ্টার মধ্যে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ক্ষমা চাওয়ার আহবান জানানো হয়েছে। তা না হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার হুশিয়ারি দেয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা পরিষদের সামনে এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ ঘোষণা দেয়া হয়।
জানা যায়, মঙ্গলবার বিকালে রাজশাহী মহানগরীর পাঠানপাড়ায় একটি কমিউনিটি সেন্টার চত্বরে বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশে চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ‘অশোভন’ ও ‘উস্কানিমূলক’ বক্তব্য দেন।
এ বক্তব্যের প্রতিবাদে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল বলেন, বিএনপি রাজপথের আন্দোলনে ব্যর্থ হয়ে ষড়যন্ত্রের চেষ্টা করছে। মিনুর বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রীর মানক্ষুন্ন হয়েছে। দেশের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত সৃষ্টি হয়েছে। মিনুকে অনতিবিলম্বে তার বক্তব্য প্রত্যাহার করে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ৭২ ঘণ্টার মধ্যে জাতির সামনে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল। সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবীরের পরিচালনায় বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, অধ্যক্ষ নছিম উদ্দিন, সদস্য মাসুদ রানা তিলু।
উপস্থিত ছিলেন- উপজেলা, পৌরসভা, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, সৈনিক লীগের ওয়ার্ড পর্যায়ের প্রায় তিন হাজার নেতাকর্মী।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
মিজানুর রহমান মিনুকে অবাঞ্ছিত ঘোষণা
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুকে বাঘা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। এছাড়া তাকে ৭২ ঘণ্টার মধ্যে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ক্ষমা চাওয়ার আহবান জানানো হয়েছে। তা না হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার হুশিয়ারি দেয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা পরিষদের সামনে এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ ঘোষণা দেয়া হয়।
জানা যায়, মঙ্গলবার বিকালে রাজশাহী মহানগরীর পাঠানপাড়ায় একটি কমিউনিটি সেন্টার চত্বরে বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশে চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ‘অশোভন’ ও ‘উস্কানিমূলক’ বক্তব্য দেন।
এ বক্তব্যের প্রতিবাদে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল বলেন, বিএনপি রাজপথের আন্দোলনে ব্যর্থ হয়ে ষড়যন্ত্রের চেষ্টা করছে। মিনুর বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রীর মানক্ষুন্ন হয়েছে। দেশের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত সৃষ্টি হয়েছে। মিনুকে অনতিবিলম্বে তার বক্তব্য প্রত্যাহার করে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ৭২ ঘণ্টার মধ্যে জাতির সামনে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল। সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবীরের পরিচালনায় বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, অধ্যক্ষ নছিম উদ্দিন, সদস্য মাসুদ রানা তিলু।
উপস্থিত ছিলেন- উপজেলা, পৌরসভা, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, সৈনিক লীগের ওয়ার্ড পর্যায়ের প্রায় তিন হাজার নেতাকর্মী।