মেসে ঢুকে ববি শিক্ষার্থীর ওপর হামলা চেষ্টার অভিযোগ
বরিশাল ব্যুরো
০৪ মার্চ ২০২১, ২২:৩৩:২৪ | অনলাইন সংস্করণ
ফেসবুকে বিব্রতকর মন্তব্যের জেরে গভীর রাতে মেসে ঢুকে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শিক্ষার্থীর ওপর হামলা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাত ১২টার দিকে নগরীর চৌমাথা এলাকায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে বৃহস্পতিবার সকালে ওই শিক্ষার্থী ববি কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। ভুক্তভোগী শাহরিয়ার আহমেদ মিলান ববির অর্থনীতি বিভাগের মাস্টার্স প্রথম সেমিস্টারের ছাত্র।
মিলান জানান, গভীর রাতে একটি অপরিচিত মোবাইল নম্বর থেকে কল করে মেসবাসার নিচে নামতে বলা হয়। তখন নিচে ৮-১০ স্থানীয় কিশোর অবস্থান করছিল। আতঙ্কে নিচে না নেমে ওই কিশোরদের ওপরে আসতে বললে দুইজন কিশোর তার রুমে হানা দেয়। ঘটনাটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ভাইদের জানালে তারা পুলিশকে খবর দেন। বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও বলেন, ববির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অনার্স ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহবাজ মিঞা শোভন হামলা চালানোর জন্য পাঠিয়েছে। শোভনের সঙ্গে ফেসবুকে কথাকাটাকাটির জেরে এমন ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন তিনি।
অভিযুক্ত শাহবাজ মিঞা শোভন জানান, কিছুদিন আগে ববি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সৃষ্ট আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছি। তাই আমাকে হেয় করতে ববির সংশ্লিষ্ট বিভিন্ন ফেসবুক গ্রুপে আমার ছবি দিয়ে বিব্রতকর মন্তব্য করছিল একটি মহল। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় চলতি মাসের ২ তারিখ অভিযোগ দিয়েছি। সেই অভিযোগের ঘটনার বিচারকার্য ধামাচাপা দিতে এ নাটক সাজানো হয়েছে। এতে আমার কোনো সম্পৃক্ততা নেই।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সুব্রত কুমার দাস বলেন, স্থানীয় কিশোরদের একটি ঝামেলার কথা আমাকে ফোন দিয়ে জানানো হয়। আমি তৎক্ষণাৎ পুলিশকে খবর দিলে তারা বিষয়টি সমাধান করে। বৃহস্পতিবার সকালে এ ঘটনায় ভুক্তভোগী লিখিত অভিযোগ দিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
মেসে ঢুকে ববি শিক্ষার্থীর ওপর হামলা চেষ্টার অভিযোগ
ফেসবুকে বিব্রতকর মন্তব্যের জেরে গভীর রাতে মেসে ঢুকে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শিক্ষার্থীর ওপর হামলা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাত ১২টার দিকে নগরীর চৌমাথা এলাকায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে বৃহস্পতিবার সকালে ওই শিক্ষার্থী ববি কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। ভুক্তভোগী শাহরিয়ার আহমেদ মিলান ববির অর্থনীতি বিভাগের মাস্টার্স প্রথম সেমিস্টারের ছাত্র।
মিলান জানান, গভীর রাতে একটি অপরিচিত মোবাইল নম্বর থেকে কল করে মেসবাসার নিচে নামতে বলা হয়। তখন নিচে ৮-১০ স্থানীয় কিশোর অবস্থান করছিল। আতঙ্কে নিচে না নেমে ওই কিশোরদের ওপরে আসতে বললে দুইজন কিশোর তার রুমে হানা দেয়। ঘটনাটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ভাইদের জানালে তারা পুলিশকে খবর দেন। বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও বলেন, ববির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অনার্স ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহবাজ মিঞা শোভন হামলা চালানোর জন্য পাঠিয়েছে। শোভনের সঙ্গে ফেসবুকে কথাকাটাকাটির জেরে এমন ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন তিনি।
অভিযুক্ত শাহবাজ মিঞা শোভন জানান, কিছুদিন আগে ববি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সৃষ্ট আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছি। তাই আমাকে হেয় করতে ববির সংশ্লিষ্ট বিভিন্ন ফেসবুক গ্রুপে আমার ছবি দিয়ে বিব্রতকর মন্তব্য করছিল একটি মহল। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় চলতি মাসের ২ তারিখ অভিযোগ দিয়েছি। সেই অভিযোগের ঘটনার বিচারকার্য ধামাচাপা দিতে এ নাটক সাজানো হয়েছে। এতে আমার কোনো সম্পৃক্ততা নেই।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সুব্রত কুমার দাস বলেন, স্থানীয় কিশোরদের একটি ঝামেলার কথা আমাকে ফোন দিয়ে জানানো হয়। আমি তৎক্ষণাৎ পুলিশকে খবর দিলে তারা বিষয়টি সমাধান করে। বৃহস্পতিবার সকালে এ ঘটনায় ভুক্তভোগী লিখিত অভিযোগ দিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।