আরএমপির দুই থানার ওসি পুরস্কৃত
রাজশাহীতে ট্রাকসহ ফেনসিডিল আটক করায় আরএমপি দামকুড়া থানা পুলিশের ওসি মাহবুবুর রহমান ও কাশিয়াডাঙ্গা থানার ওসি মাসুদ পারভেজসহ উদ্ধার অভিযানে অংশ নেওয়া সব পুলিশ সদস্যকে সম্মাননা পুরস্কার দিয়েছেন আরএমপি পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।
বৃহস্পতিবার আরএমপি সদর দপ্তরে ভালো কাজের পুরস্কার হিসেবে এ সম্মাননা দেন পুলিশ কমিশনার।
উল্লেখ্য, কাশিয়াডাঙ্গা থানার পুলিশ ও দামকুড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ট্রাকসহ ৩৯৫ বোতল ফেনসিডিল উদ্ধার ও বহনকারী ট্রাক জব্দ করায় ভালো কাজের উৎসাহ দেওয়ার লক্ষ্যে উভয় থানার ওসি ও অভিযান পরিচালনাকারী পুলিশ সদস্যদের পুরস্কার দেন আরএমপি পুলিশ কমিশনার।
আরএমপি কমিশনার বলেন, যারা ভালো কাজ করছেন, তাদের পুরস্কৃত করলে তারা আরও উৎসাহিত হবেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আরএমপির দুই থানার ওসি পুরস্কৃত
রাজশাহীতে ট্রাকসহ ফেনসিডিল আটক করায় আরএমপি দামকুড়া থানা পুলিশের ওসি মাহবুবুর রহমান ও কাশিয়াডাঙ্গা থানার ওসি মাসুদ পারভেজসহ উদ্ধার অভিযানে অংশ নেওয়া সব পুলিশ সদস্যকে সম্মাননা পুরস্কার দিয়েছেন আরএমপি পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।
বৃহস্পতিবার আরএমপি সদর দপ্তরে ভালো কাজের পুরস্কার হিসেবে এ সম্মাননা দেন পুলিশ কমিশনার।
উল্লেখ্য, কাশিয়াডাঙ্গা থানার পুলিশ ও দামকুড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ট্রাকসহ ৩৯৫ বোতল ফেনসিডিল উদ্ধার ও বহনকারী ট্রাক জব্দ করায় ভালো কাজের উৎসাহ দেওয়ার লক্ষ্যে উভয় থানার ওসি ও অভিযান পরিচালনাকারী পুলিশ সদস্যদের পুরস্কার দেন আরএমপি পুলিশ কমিশনার।
আরএমপি কমিশনার বলেন, যারা ভালো কাজ করছেন, তাদের পুরস্কৃত করলে তারা আরও উৎসাহিত হবেন।