আরজুর মৃত্যু ফেনীর অপরাজনীতির বহিঃপ্রকাশ: কাদের মির্জা
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
০৬ মার্চ ২০২১, ০০:১৩:০০ | অনলাইন সংস্করণ
সাবেক ছাত্রলীগ নেতা আজহারুল হক আরজুর অপ্রত্যাশিত মৃত্যু ফেনীর অপরাজনীতির বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা।
শুক্রবার আজহারুল হক আরজুর মৃত্যুতে শোক বার্তায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘ফেনীর অপরাজনীতির ষড়যন্ত্রের শিকার, অনেক লাঞ্ছিত-বঞ্চিত হয়ে তীব্র মানসিক চাপ সহ্য করতে না পারায় মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরলোক গমন করেছেন আমাদের প্রিয় আজহারুল হক আরজু। তার এ অপ্রত্যাশিত মৃত্যু ফেনীর অপরাজনীতি বহিঃপ্রকাশ।’
উল্লেখ্য, বৃহস্পতিবার অসুস্থ হলে পড়লে আজহারুল হক আরজুকে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। সেখানে ভোর পাঁচ টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। আজহারুল হক আরজু ফেনীর ধর্মপুর ইউনিয়ন থেকে তিনবার চেয়ারম্যান নির্বাচিত হন। ফেনী জেলা ছাত্রলীগ ও যুবলীগের সভাপতি ছিলেন।
২০০১ সালে জয়নাল হাজারী দেশান্তরী হবার পর জেলা আওয়ামী লীগের রাজনীতি নিয়ন্ত্রণে নিয়ে যান নিজাম উদ্দিন হাজারী। পরে তার সঙ্গে জয়নাল হাজারীর শিষ্য আজহারুল হক আরজুর অভ্যন্তরীণ দ্বন্দ্ব শুরু হয়। নানা ভাবে আরজুকে কোণঠাসা করে রাখেন নিজাম উদ্দিন হাজারী ও তার সমর্থকরা।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আরজুর মৃত্যু ফেনীর অপরাজনীতির বহিঃপ্রকাশ: কাদের মির্জা
সাবেক ছাত্রলীগ নেতা আজহারুল হক আরজুর অপ্রত্যাশিত মৃত্যু ফেনীর অপরাজনীতির বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা।
শুক্রবার আজহারুল হক আরজুর মৃত্যুতে শোক বার্তায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘ফেনীর অপরাজনীতির ষড়যন্ত্রের শিকার, অনেক লাঞ্ছিত-বঞ্চিত হয়ে তীব্র মানসিক চাপ সহ্য করতে না পারায় মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরলোক গমন করেছেন আমাদের প্রিয় আজহারুল হক আরজু। তার এ অপ্রত্যাশিত মৃত্যু ফেনীর অপরাজনীতি বহিঃপ্রকাশ।’
উল্লেখ্য, বৃহস্পতিবার অসুস্থ হলে পড়লে আজহারুল হক আরজুকে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। সেখানে ভোর পাঁচ টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। আজহারুল হক আরজু ফেনীর ধর্মপুর ইউনিয়ন থেকে তিনবার চেয়ারম্যান নির্বাচিত হন। ফেনী জেলা ছাত্রলীগ ও যুবলীগের সভাপতি ছিলেন।
২০০১ সালে জয়নাল হাজারী দেশান্তরী হবার পর জেলা আওয়ামী লীগের রাজনীতি নিয়ন্ত্রণে নিয়ে যান নিজাম উদ্দিন হাজারী। পরে তার সঙ্গে জয়নাল হাজারীর শিষ্য আজহারুল হক আরজুর অভ্যন্তরীণ দ্বন্দ্ব শুরু হয়। নানা ভাবে আরজুকে কোণঠাসা করে রাখেন নিজাম উদ্দিন হাজারী ও তার সমর্থকরা।