কক্সবাজারে ট্রাকচাপায় ২ অটোরিকশাযাত্রী নিহত
কক্সবাজার প্রতিনিধি
০৭ মার্চ ২০২১, ০৮:৪০:৩৯ | অনলাইন সংস্করণ
কক্সবাজারে শহরে সিমেন্টবোঝাই ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় শিশুসহ তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।
শনিবার রাত পৌনে ১১টার দিকে শহরে কলাতলী ডলফিন মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—কলাতলীর চন্দ্রিমা এলাকার মৃত লাছ মিয়ার স্ত্রী মহুনা বেগম (৬৫) ও ঢাকার উত্তরার বাসিন্দা শাহাদাত হোসেন।
প্রত্যক্ষদর্শী জানান, রাত পৌনে ১১টার দিকে শহরে কলাতলী ডলফিন মোড়ে কক্সবাজারমুখী সিমেন্টবোঝাই একটি ট্রাক (যার নাম্বার চট্টমেট্রো-ট-১১-৬৮২৮) নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি অটোরিকশাকে চাপা দেয়।
এ সময় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। এ সময় শিশুসহ চারজনকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন থেকে আরও একজনের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান জানান, সড়ক আইন না মেনে বেপরোয়া ট্রাক চালানোর কারণে এ দুর্ঘটনাটি ঘটেছে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কক্সবাজারে ট্রাকচাপায় ২ অটোরিকশাযাত্রী নিহত
কক্সবাজারে শহরে সিমেন্টবোঝাই ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় শিশুসহ তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।
শনিবার রাত পৌনে ১১টার দিকে শহরে কলাতলী ডলফিন মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—কলাতলীর চন্দ্রিমা এলাকার মৃত লাছ মিয়ার স্ত্রী মহুনা বেগম (৬৫) ও ঢাকার উত্তরার বাসিন্দা শাহাদাত হোসেন।
প্রত্যক্ষদর্শী জানান, রাত পৌনে ১১টার দিকে শহরে কলাতলী ডলফিন মোড়ে কক্সবাজারমুখী সিমেন্টবোঝাই একটি ট্রাক (যার নাম্বার চট্টমেট্রো-ট-১১-৬৮২৮) নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি অটোরিকশাকে চাপা দেয়।
এ সময় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। এ সময় শিশুসহ চারজনকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন থেকে আরও একজনের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান জানান, সড়ক আইন না মেনে বেপরোয়া ট্রাক চালানোর কারণে এ দুর্ঘটনাটি ঘটেছে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।